‘ভারতরত্ন’ দেওয়ার দাবি বন্ধ করুক নেটিজেনরা, কেন বললেন সমাজসেবী টাটা?

#BharatRatnaForRatanTata। এই মূহুর্তে টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে ‘ভারতরত্ন ফর রতন টাটা’। দাবি উঠছে টাটা সন্স গ্রুপের চেয়ারম্যান রতন টাটাকে ‘ভারতরত্ন’ দেওয়ার। সেই দাবিকে কার্যত বন্ধ করার বার্তা দিয়েছেন খোদ টাটা গ্রুপের চেয়ারম্যান তথা সমাজসেবী। তিনি অনুরোধ জানিয়েছেন নেটিজেনদের কাছে, এই দাবি জানানোর কোনও দরকার নেই। তিনি ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরে গর্বিত।

টাটাকে ‘ভারতরত্ন’ দেওয়া উচিত এ দাবি সর্বপ্রথম তোলেন মোটিভেশনাল স্পিকার ড. বিবেক ভিন্দ্রা। শুক্রবার তিনি টুইটারে দাবি করেন, “দেশের প্রতি অবদানের জন্য রতন টাটাকে সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ দেওয়া উচিত।” এই দাবি জানিয়ে তিনি শুরু করেন #BharatRatnaForRatanTata এই হ্যাশট্যাগটি। কিছুক্ষণের মধ্যে সেটি ট্রেন্ডিং হয়ে যায়। বিবেকের সঙ্গে সহমত হন বহু নেটিজেন। এরপরই শনিবার সকালে রতন টাটা টুইট করে সকলকে অনুরোধ করেন, এমন দাবি তোলা বন্ধ করুন নেটিজেনরা। তিনি লেখেন, “একটি অ্যাওয়ার্ডের দাবিতে সোশ্যাল মিডিয়ার একাংশের আবেগকে আমি সম্মান জানাচ্ছি। আমার বিনীত অনুরোধ, এই ধরনের প্রচার বন্ধ হোক। আমি ভাগ্যবান যে, ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরেছি।”

রতন টাটা একজন বিখ্যাত শিল্পপতি হওয়ার পাশাপাশি তিনি একজন সমাজসেবীও। গত বছরের মার্চে করোনা মোকাবিলায় তাঁর সংস্থা টাটা ট্রাস্টের তরফে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়। পরে আরও ১ হাজার কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেন রতন টাটা। কিছুদিন আগে টাটা সন্স গোষ্ঠীর এক অসুস্থ প্রাক্তন কর্মচারীর বাড়িতে হঠাৎই চলে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-৫০ হাজার সশস্ত্র বাহিনী, জলকামান নিয়ে কৃষকদের ‘চাক্কা জ্যাম’-এর মোকাবিলায় পুলিশ

Advt

Previous articleমমতার সঙ্গেই টলিউড, ফের একঝাঁক তারকার তৃণমূলে যোগদান
Next articleশোভন-বৈশাখীর রোড শো’তে কালো পতাকায় মিছিল ছত্রভঙ্গ