এবারের আইপিএলে সর্বোচ্চ বেস প্রাইসে সাকিব

খায়রুল আলম, ঢাকা

আইপিএল ২০২১ (IPL 2021) অনুষ্ঠিত হবে ভারতে। তার আগে চেন্নাইয়ে বসছে আইপিএলের ক্রিকেটারদের নিলামের আসর। ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টে থেকে শুরু হবে আইপিএল নিলাম। তার আগে গতকালই শেষ হয়েছে নাম নথিভুক্তকরণ-পর্ব। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত হয়েছে ১ হাজার ৯৭ জনের। তাঁদের মধ্যে ৮১৪ জন ভারতীয় এবং ২৮৩ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশ থেকে তালিকাভুক্ত হয়েছেন মোট ৫ জন খেলোয়াড়।

নিষেধাজ্ঞার জন্য গত আইপিএল খেলতে পারেননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এবারের আইপিএল সাকিবের নাম নথিভূক্ত হয়েছে। তাঁর বেস প্রাইস ধার্য হয়েছে ২কোটি। ২ কোটির বেস প্রাইসের তালিকায় সাকিব ছাড়াও আছেন হরভজন, ম্যাক্সওয়েল, স্মিথ, কেদার যাদব, মঈন আলি, স্যাম বিলিংস, রয়, প্লাঙ্কেট, উড ও ইনগ্রাম।

আরও পড়ুন- পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান হবে রাজ্যে, অন্তর্বর্তী বাজেটে জানালেন মুখ্যমন্ত্রী

Advt