কমল দৈনিক মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ১

কমল করোনা সংক্রমণের হার। এই খবর খানিকটা হলেও স্বস্তির রাজ্যবাসীর কাছে। সঙ্গে বেড়েছে সুস্থতার হার। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ দিন সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ০.৮২ শতাংশ। শুক্রবার যা ছিল ০.৮৪ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ১৭৮। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৫৬ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের। ২০২০-র ১ এপ্রিলের পর এই প্রথম রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা এত কম। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২০২।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ বেড়েছে উত্তর ২৪ পরগণায়। কলকাতাকে ছাপিয়ে গিয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫ জন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় এক জনেরও মৃত্যু হয়নি।

আরও পড়ুন-ডোমজুড়ে রাজীবের পদযাত্রায় কালো পতাকা, উত্তেজনা তুঙ্গে

Advt

Previous articleডোমজুড়ে রাজীবের পদযাত্রায় কালো পতাকা, উত্তেজনা তুঙ্গে
Next articleকেন্দ্রীয় বাজেটে বঞ্চিত বাংলা, তথ্য তুলে ধরে তোপ শশীর