Sunday, November 16, 2025

Football-Analogy ব্যবহার করে রাজনীতিতে নতুন শব্দ আমদানি মোদির

Date:

হালফিলের রাজনীতিতে নতুন শব্দ আমদানি করলেন বিজেপির শীর্ষ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বঙ্গ-সফরে হলদিয়ায় এসে রবিবার প্রধানমন্ত্রী (PM Modi ) একতরফা আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে (TMC )৷ শাসকদলের তীব্র সমালোচনা করে নরেন্দ্র মোদি বলেছেন, “আমি জানতে চাই কেন বাংলা এতটা পিছিয়ে পড়ল? মমতার শাসনের দশ বছরে শুধুই নির্মমতা, বাংলার মানুষ তাই এখন পরিবর্তন চাইছেন। মা, মাটি, মানুষের সরকারের জন্য টাকা পায়নি রাজ্যের কৃষকরা৷ পিএম নিধি প্রকল্পে দেশের ১০ কোটি কৃষক টাকা পেয়েছেন। কিন্তু এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের কৃষকরা পায়নি। তৃণমূলের সরকার কৃষকদের এই টাকা থেকে বঞ্চিত করেছে”।

প্রধানমন্ত্রী বলেন, “চাপে পড়ে কিছুদিন আগে কৃষকদের নাম পাঠিয়েছে বাংলার সরকার। বাংলার প্রায় ২৫ লক্ষ কৃষক তৃণমূল সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু ২৫ লক্ষের মধ্যে মাত্র ৬ হাজার কৃষকের নাম পাঠিয়েছে রাজ্য। কেন্দ্র সরকার এখনও ৬ হাজার কৃষককে টাকা পাঠাতে পারছে না। কারন, কৃষকদের ব্যাঙ্কের তথ্য কেন্দ্রকে দেয়নি রাজ্য সরকার। মা, মাটি, মানুষের সরকারের জন্য টাকা পায়নি কৃষকরা।” তিনি বলেন, “রাজনীতির দুর্বৃত্তায়ন করেছে তৃণমূল সরকার৷ বাংলার সরকার দুর্যোগের সময়ও দুর্নীতিতে জড়িয়েছে। আমফানের ত্রাণ নিয়েও দুর্নীতি হয়েছে। অথচ দিদিকে উন্নয়ন নিয়ে প্রশ্ন করলেই রেগে যান। ভারত মাতার স্লোগান শুনলেও রেগে যান মমতা”। মোদিজি বলেন, “বাংলায় কংগ্রেস আমলে দুর্নীতি ছিল। বামেদের আমলেও উন্নয়ন থমকে ছিল। মমতার পরিবর্তনের সওয়ালে ভরসা করেছিলেন অনেকে। মমতার শাসনকালে বাংলায় পরিবর্তন নয়, বাম শাসনের পুনরুজ্জীবন হয়েছে। বাংলায় শুধু অপরাধ, হিংসার পুনরুজ্জীবন হয়েছে।”

আর এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভামঞ্চে ফুটবল Analogy ব্যবহার করে বলেন, “তৃণমূল পরপর অনেক ফাউল করেছে৷ টাকা লুঠ, বিরোধীদের আক্রমণ, বাংলায় মানুষ সব দেখছে। এবার তৃণমূলকে ‘রামকার্ড’ (Ramcard) দেখাবে বাংলা”৷

প্রধানমন্ত্রীর তৈরি করা এই ‘রামকার্ড’ নিয়ে বঙ্গ- রাজনীতিতে সঙ্গে সঙ্গেই চরম কৌতূহল তৈরি হয়েছে, কী এই ‘রামকার্ড’ ? কোথায় পাওয়া যায় ? এই ‘রামকার্ড’-এর কার্যকারিতা কতখানি ? কেন্দ্রীয় সরকারকেও প্রয়োজনে প্রধানমন্ত্রীর ইস্যু করা ওই ‘রামকার্ড’ দেখানো যায কি’না, সে প্রশ্নও অনেকে তুলেছেন৷

আরও পড়ুন- ‘গড়াপেটা করেছে তৃণমূল,বাম কং’, নয়া তত্ত্বের হদিশ দিলেন মোদি

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version