আরও একবার শীতের ঝোড়ো ব্যাটিং বঙ্গ জুড়ে। ফের নামবে তাপমাত্রার পারদ। রাজ্যজুড়ে বুধবার পর্যন্ত জমিয়ে শীত থাকবে। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ।

কলকাতায় সোমবার সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা পরিষ্কার হয়ে যায়। কলকাতার আকাশও পরিষ্কার। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।

আগামী দু’দিনও সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকবে বঙ্গে। উত্তরবঙ্গের দু-এক জায়গায় ঘন কুয়াশা থাকবে। উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে অতি ঘন কুয়াশার সর্তকতা রয়েছে আগামী তিনদিন। নতুন করে জম্মু-কাশ্মীরে ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা।

আরও পড়ুন-রিজেন্ট পার্কে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত
