Sunday, August 24, 2025

হলদিয়ায় সরকারি প্রকল্পের উদ্বোধনে রাজ্য সরকারের একাধিক বিষয়ে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আক্রমণের মূল লক্ষ্য ছিল কিষাণ সম্মান নিধি লাভ থেকে বঞ্চিত এ রাজ্যের কৃষকরা। সোমবার এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh )
বলেন, কৃষকেরা মোদিজির সঙ্গে আছেন।
তিনি এদিন কটাক্ষ করে বলেন , কলকাতায় কৃষকদের নিয়ে কোনও মিছিল করতে পারছে না তৃণমূল।কারণ, তৃণমূল জানে মোদিজির সাথে কৃষকেরা আছেন। তারা মোদিজি কে বিশ্বাস করেন। এছাড়া তাঁরা বিশ্বাস করেন পশ্চিমবাংলায় যেদিন বিজেপি সরকার গড়বে কৃষক সম্মান নিধি পাবেন। ছোট চাষি থেকে সব ধরনের চাষিরা কৃষক সম্মান নিধি পাবেন।
তিনি বলেন, কয়েকশ কৃষক কে পাঞ্জাব হরিয়ানা থেকে ফিরিয়ে আনা হয়েছে।কিন্তু টিএমসি – কংগ্রেস- সিপিএম এর নেতারা হরিয়ানা যাচ্ছেন তাদের সঙ্গে ফটো তুলতে।তাই লোকসভা নির্বাচনে সমস্ত কৃষিপ্রধান এলাকায় ভারতীয় জনতা পার্টি জিতেছিল।
সাধারণ কৃষকেরা মোদির সুশাসন চাইছে দিদির কুশাসন থেকে মুক্তি পেতে চাইছেন বলে দাবি জানান বিজেপির রাজ্য সভাপতি।তিনি বলেন, তৃণমূলের নেতারা আবোল তাবোল বলছে।বাংলার কৃষকেরা সবদিক থেকে বঞ্চিত। কত ধান কেনা হল কার কাছে ধান গেল তা আমরা জানতে পারিনা। আলু চাষের ক্ষেত্রে চাষিরা বন্ড পাচ্ছে না। কোল্ড স্টোরেজে আলু রাখতে পারছে না। তার আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী শুধু ঘোষণা করে যাচ্ছেন কিন্তু তার কোনও তথ্য নেই ভিত্তি নেই। মানুষ সব বুঝতে পেরে গিয়েছে। সাধারণ মানুষ আর বিশ্বাস করবে না।
এরই পাশাপাশি, অন্যদিকে খেলা হবে স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, ফুটবলের ডিফেন্ডার এবং স্ট্রাইকার আমাদের দলে চলে এসেছে। দলবদল হয়ে গিয়েছে মাঠে দেখা হবে কে কত খেলতে পারে।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version