Saturday, December 20, 2025

“মোদি মিথ্যাবাদী, এত নির্দয়-নিষ্ঠুর সরকার আমি দেখিনি”, বিধানসভার তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ, সোমবার ছিল ১৬তম বিধানসভার (Assembly)শেষ অধিবেশনের শেষদিন। একুশের নির্বাচনের (Assembly Election) পর নতুন সরকার গঠনের পর বসবে ১৭তম বিধানসভা। তার আগে এদিন বাজেট (Budget)অধিবেশনের বিতর্ক সভায় জবাবী ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় গত শুক্রবার বাজেট (ভোট অন আকাউন্টস) পেশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন শুরুতে বিরোধীরা হইহট্টগোল শুরু করে। তার প্রতিটি জবাব বিধানসভার শেষ অধিবেশনে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, “এত নির্দয়, নিষ্ঠুর সরকার আমি আগে দেখিনি”। একইসঙ্গে তোপ প্রধানমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, “মোদি মিথ্যা কথা বলছেন। মিথ্যে বলা মোদির অভ্যাস হয়ে গিয়েছে।”

প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পে ক্ষেতমজুর ও ভাগচাষীদেরও যুক্ত করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বিধানসভার শেষ অধিবেশনের শেষদিনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই ভাগচাষিরাও টাকা পাক। কিন্তু কেন্দ্রের প্রকল্পে দুই একর জমি যাদের রয়েছে, একমাত্র সেই কৃষকরাই টাকা পাবে। আমরা বলেছিলাম, আপনাদের কাছে যে তথ্য আছে, সেটা আমাদের দিন। কিন্তু সেই ডেটা এখনও পর্যন্ত ওরা আমাদের দেয়নি। ওরা স্টেট পোর্টালে কৃষকদের হিসাব দেয়নি। নিজেদের পোর্টালে আলাদা করে হিসেব নিয়েছেন। আমরা বলেছিলাম, আমরা একবার সার্ভে করে দেখি।”

আরও পড়ুন:ভোটে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে কমিশন

বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, “কেন্দ্র ৬ লক্ষ কৃষকের নামের তালিকা দিয়েছে। আমরা আড়াই লক্ষ সার্ভে করে দিয়েছি। আমরা বলেছি প্রতিদিন এক লক্ষ করে সার্ভে করে দেব। আমি একথা জানিয়ে বার বার চিঠি দিয়েছি। কিন্তু কোনও ফল হয়নি।” বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে দেওয়া সেই চিঠিও তুলে দেখান সকলকে। প্রসঙ্গত, গতকাল রবিবার হলদিয়া থেকে কিষাণ নিধি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সকারের সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এদিন বিধানসভায় ভাষণে তারই পাল্টা জবাব দিলেন মমতা। একইসঙ্গে বললেন, “এত নির্দয় সরকার আগে কখনও দেখিনি।”

Advt

spot_img

Related articles

অদমিত: হামলার ক্ষত বুকে নিয়ে বাংলাদেশে প্রকাশিত প্রথম আলো-ডেলি স্টার

হামলার ক্ষত বুকে নিয়ে শনিবার প্রকাশিত হল প্রথম আলো (Pathom Alo) এবং ডেলি স্টার (Daily Star)। একদিন বন্ধ...

নিরাপত্তার পাঁচিল ভেঙে গর্ভগৃহে ক্যামেরা! পুরীর জগন্নাথের নিরাপত্তা নিয়ে তুঙ্গে বিতর্ক

অন্যান্য ধর্মীয় স্থানের মতো নিয়মের বেড়াজাল রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরেও। কিন্তু ফাঁক গলে ক্যামেরা ঢুকে জগন্নাথ ধামের গর্ভগৃহে।...

পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার ৭ বছরের কন্যা, দীপু-খুনে ধৃত ৭

দ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ! বাইরে থেকে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়িতে। শুক্রবার রাতের...

মোদির মুখে ‘অনুপ্রবেশকারী’: SIR-এর উল্লেখ করে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূলের

নির্বাচনের আগে সীমান্ত জেলায় ভার্চুয়াল সভায় ফের একবার অনুপ্রবেশ অস্ত্রে শান দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাহেরপুরে মোদির...