Tuesday, May 20, 2025

ঠাকুরনগরকে গুরুত্ব দিতে বাদ পড়ছে কাকদ্বীপ। কোচবিহারে রথ যাত্রার সূচনা করলেও কাকদ্বীপে অমিত শাহর (Amit shah) হাত ধরে হচ্ছে না বিজেপির (Bjp) পরিবর্তন যাত্রা- এমনটাই সূত্রের খবর। রাজ্যে এসে ১১ ফেব্রুয়রি ঠাকুরনগরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে এই খবর জানিয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সেদিনই বাংলা জোড়া কর্মসূচি শাহর।

বৃহস্পতিবার, ঠাকুরনগরে (Thakurnqgar) সভার পাশাপাশি কোচবিহার থেকে রথযাত্রা সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যাবেন ঠাকুরনগরের জনসভায়। রাজ্যের ৫টি ‘পরিবর্তন যাত্রা’র মধ্যে একটি হওয়ার কথা ছিল কাকদ্বীপে। কিন্তু ঠাকুরনগরের সভাকেই বেশি গুরুত্ব দিয়ে মতুয়া সমাবেশেই যোগ দিতে চান অমিত শাহ। ফলে পিছিয়ে দেওয়া হয়েছে কাকদ্বীপের কর্মসূচি।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। এমনকী দলের সঙ্গে একটা সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের। দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া ও সিএএ (CAA) নিয়ে কেন স্পষ্ট ঘোষণা করছে না দল? কেন্দ্র কী চায়? সেটা ঠাকুরনগরে এসে স্পষ্ট জানান অমিত শাহ।

৩০ জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহর সভা হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের জেরে সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হয়। বাতিল হয় সভাও। কেন্দ্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন মতুয়ারা। এবং তাঁদেরই অপর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর এই বিষয় নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন।

আরও পড়ুন:বদলে যাওয়া কিশোর ভারতী স্টেডিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, হবে লিগের ম্যাচ

সম্প্রতি জানা যায় ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। বিকেল সাড়ে তিনটে নাগাদ ঠাকুরনগরে সভা করবেন তিনি। সিএএ নিয়ে এদিন কোনও বার্তা দিতে পারেন বলেও আশা মতুয়া সম্প্রদায়ের মানুষের। কিন্তু মতুয়া ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে কাকদ্বীপের রথযাত্রা সূচনা আপাতত স্থগিত রাখল বিজেপি।

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...
Exit mobile version