Thursday, August 28, 2025

তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) হাত ধরে শাসক দলে নাম লেখাতেই চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার আইপিএস (IPS) হুমায়ুন কবীরকে (Humayun Kabir) তোপ দাগলেন বিজেপি (BJP) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Loket Chatterjee)।

এদিন হুমায়ুন কবীরকে কার্যত হুঁশিয়ারির সুরে হুগলির সাংসদ তোপ দেগে বলেন, “আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল। যখন তেলেনিপাড়ায় হিংসার ঘটনা ঘটে, তখন আমি ও অর্জুনদা বার বার ঢোকার চেষ্টা করেছিলাম। কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর ঢুকতে বাধা দেন। হিংসার ঘটনায় উনি ইন্ধন জুগিয়েছেন। উনি বরাবরই তৃণমূলের হয়ে কাজ করেছেন। আমরা আগেও বলেছি, প্রশাসনের ৫০ শতাংশ-ই তৃণমূলের হয়ে কাজ করছে। আমরা সংসদে বলেছি। নির্বাচন কমিশনে বলেছি। আর সেই জন্যই আমরা দাবি করেছি, তৃণমূলের হয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের যেন নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়। মে মাসে আমরা ক্ষমতায় আসার পর এদের সকলকে জবাব দেব।”

উল্লেখ্য, আজ মঙ্গলবার কালনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এসে ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হুমায়ুন কবীর। এবার বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরকে তৃণমূলের তরফে প্রার্থী করা হবে বলেও জানা যাচ্ছে। এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও, জানুয়ানির শেষ সপ্তাহেই চাকরি থেকে ইস্তফা দেন এই দুঁদে আইপিএস অফিসার।
তাঁর স্ত্রী অনিন্দিতা দাস কবীরও আগেই শাসক দলে নাম লিখিয়ে ছিলেন। পেশায় পুলিশ আধিকারিক হলেও সাহিত্য চর্চা ও সিনেমা বানানোয় বিশেষ আগ্রহী হুমায়ুন কবীর।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version