Sunday, August 24, 2025

দলে কেউ অন্যায় করলে বরদাস্ত নয়: শুধু নিজের পরিবারকে দেখলে আমি পাশে নেই: মমতা

Date:

যাঁরা শুধু নিজের পরিবারকে দেখেছেন মানুষের পাশে থাকেনি আমি তাদের জন্য নই- মঙ্গলবার কালনা সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারী (Shubhendu )পরিবারের বিরুদ্ধে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলবদলুদের সম্পর্কে তিনি বলেন, “তৃণমূলের (Tmc) কেউ অন্যায় করলে আমার কানে আসলে বরদাস্ত করি না। এবার টিকিট পাবে না বুঝেই সব দল ছেড়ে গিয়েছে। ভালোই হয়েছে, পাপ বিদায় হয়েছে”। তিনি বলেন, যাঁদের নিয়েছে বিজেপি (Bjp), পরে বুঝবে। এদিন মমতা বলেন, “যারা দলে থেকে তৃণমূলের ক্ষতি করবে, তাদের দরকার নেই”।

বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল (Tmc) নেত্রী। তিনি বলেন, ওরা কোনও ধর্মকে সম্মান করে না। চৈতন্যদেব সম্পর্কে ভুল তথ্য দেয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপি। বাম ও বিজেপিকে এক তিরে বিদ্ধ করেন মমতা। “যা ছিল বাম, আজ তাই বিজেপি। শান্তিতে থাকতে হলে তৃণমূলই বন্ধু। আগামী দিন মা-মাটি-মানুষের জয় হবে”।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র অভিযোগ করছে রাজ্যের তরফ থেকে কৃষকদের নাম পাঠানো হয়নি। সব নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। “মোদিবাবুকে বলুন এবার টাকা পাঠাতে”।

রাজ্য সরকার কৃষকদের থেকে চাল কেনে। বিনামূল্যে রেশন দেয়। আগামী দিনেও দেবে জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কৃষি আইন কৃষকদের লুঠ করে নেবে বলে অভিযোগ করেন তিনি।

বছরে দু’বার করে দুয়ারে সরকারের শিবির হবে বলে এদিনের সভায় থেকে ফের জানান মুখ্যমন্ত্রী। পুরোহিতদের ১ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। মাদ্রাসাগুলিকেও সরকারি সাহায্য করা হবে। ২ কোটির বেশি সংখ্যালঘু পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হয়েছে। বিরসা মুন্ডার (Birsha Munda) জন্মদিনে ছুটি দিয়েছে সরকার। ছটপুজোতেও দুদিন ছুটি দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুলে সবাইকে নিয়ে চলার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:সুনীলের প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত, তৃণমূলে আইপিএস হুমায়ুন কবীর

Related articles

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...
Exit mobile version