Sunday, January 11, 2026

রাজ্যসভা থেকে অবসর গুলাম নবি আজাদের, বন্ধু বিদায়ে চোখে জল মোদির

Date:

Share post:

রাজনৈতিক ক্ষেত্রে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী হলেও, ব্যক্তিগত সম্পর্কে তারা ছিলেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। আর সে কথা স্মরণ করেই রাজ্যসভা থেকে বন্ধু গুলাম নবি আজাদের(Ghulam Nabi Azad) বিদায় উপলক্ষে আবেগপ্রবণ হয়ে পড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। চোখে জল এলো তাঁর। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে ৪ জন সাংসদের। যার দুজন পিডিপি, একজন কংগ্রেস এবং অন্যজন বিজেপি। এই ৪ সাংসদের বিদায়ী ভাষণে আবেগপ্রবণ হয়ে উঠতে দেখা গেল দেশের প্রধানমন্ত্রীকে। বিশেষভাবে তিনি তুলে ধরলেন গুলাম নবি আজাদের কথা।

মঙ্গলবার রাজ্যসভায় বক্তব্য রাখতে উঠে গুলাম নবি আজাদের সঙ্গে তাঁর সম্পর্কের অতীতের কিছু স্মৃতিকথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘গুলাম নবি আজাদ যখন মুখ্যমন্ত্রী ছিলেন, আমিও তখন এক রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম। আমাদের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক ছিল। একবার গুজরাতের কিছু যাত্রীর ওপর জঙ্গি হামলা হয় জম্মু-কাশ্মীরে। ৮ জনের মৃত্যু হয়েছিল। সেদিন সবার আগে গুলাম নবি আমায় ফোন করেছিলেন। আর এই ফোন শুধু খবর দেওয়ার জন্য নয়, এই ঘটনার জন্য তিনি কাঁদছিলে। তখন দেশের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি। আমি তাঁকে ফোন করি এবং বলি মৃতদেহগুলি নিয়ে যাওয়ার জন্য যদি সেনার হেলিকপ্টারের ব্যবস্থা করা হলে ভাল হয়। তিনি আমায় জানান, সব ব্যবস্থা তিনি করে দেবেন। দুশ্চিন্তা না করার জন্য।’ প্রধানমন্ত্রী বলেন, সেদিন রাতে বিমানবন্দরে ছিলেন গুলাম নবিজি। সকালে তিনি আবার আমার ফোন করেন এবং যেভাবে একজন পরিবারের সদস্য কোনও দুর্ঘটনা ঘটলে উদ্বিগ্ন হন, দুশ্চিন্তা করেন, তেমনটাই দেখেছিলাম তাঁকে। ক্ষমতা মানুষের জীবনে আসে আবার চলেও যায় কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় ভালো কাজের জন্য, তা গুলাম নবি আজাদের থেকে শেখা উচিত। আমার কাছে সেই সময়টা ভীষণ আবেগপ্রবণ ছিল।’ অতীতের সেই ঘটনা স্মরণ করেই এদিন চোখে জল আসে দেশের প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন:মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে প্রথম ফোনালাপ নরেন্দ্র মোদির

পাশাপাশি বন্ধুর সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি যে তাঁর সৌম্য, নম্রতা, দেশের জন্য কিছু করার ইচ্ছা তাকে শান্তিতে বসতে দেবে না। তাঁর অভিজ্ঞতা থেকে দেশ উপকৃত হবে।’ একই সঙ্গে রাজ্য সভায় আগামী দিনে তার পদে যে আসতে চলেছে তার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার একটাই চিন্তা, গুলাম নবি আজাদজির পর তাঁর এই পদের দায়িত্বে কে আসবেন! যিনিই আসুন না কেন, গুলাম নবিজির জুতোয় পা গলিয়ে দায়িত্ব পালন সহজ হবে না। গুলাম নবিজি যেমন নিজের দলের কথা ভেবেছেন, তেমনই দেশের জন্যও তাঁকে ভাবতে হয়েছে বরাবর।’

Advt

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...