Thursday, August 21, 2025

যোগী রাজ্য উত্তর প্রদেশে পুলিশ কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুন

Date:

Share post:

ফের এক নির্মম ঘটনার সাক্ষী যোগীরাজ্যে (Yogi Adityonath) উত্তর প্রদেশ (Uttar Pradesh)। এবার এক পুলিশ (Police) কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুন (Murder) করার ঘটনা ঘটল সেখানে। আরও এক পুলিশ কর্মী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কাশগঞ্জে। তবে এনকাউন্টারে এই ঘটনায় জড়িত এক গ্যাংস্টারকে খতম করা গিয়েছে বলে দাবি করেছেন, কাশগঞ্জের পুলিশ আধিকারিক মনোজ সোনকার। তিনি জানান, বেআইনি একটি মদের কারখানায় তল্লাশি চালাতে গেলে পুলিশের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। হামলায় মৃত্যু হয় এক কনস্টেবলের। গুরুতরভাবে জখম হন এক সাব-ইন্সপেক্টরও।

জানা গিয়েছে, অবৈধ মাদক চক্রের মূল চক্রী এক গ্যাংস্টারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গিয়ে কুখ্যাত দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েন কনস্টেবল দেবন্দ্র ও সাব ইন্সপেক্টর অশোক কুমার ৷ অন্য একটি সূত্রে জানা গিয়েছে, বেআইনি মদের কারখানায় তল্লাশি চালাতে গেলে পুলিশের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। কনস্টেবল দেবেন্দ্রকে মোটা লাঠি দিয়ে বেধকর মারধর করলে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জাতীয় নিরাপত্তা আইনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, মৃত ওই পুলিসকর্মীর পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা এবং পরিবারের একজন সদস্যের চাকরির আশ্বাস দিয়েছেন। এছাড়া আহত পুলিশ কর্মীর চিকিৎসার যাবতীয় দায়িত্বও গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিলো, বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...