স্কুল খুললেও এখনই বাড়ছে না ফি!

করোনা মহামারির পর নিউ নর্মালে দীর্ঘদিন বাদে আগামী ১২ তারিখ খুলছে এই শিক্ষাবর্ষ। ৩১ মার্চ পর্যন্ত স্কুলের ফি বাড়ানো হবে না বলে জানিয়েছে শহরের অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ।
রামমোহন মিশন স্কুল থেকে দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ এখনই ফি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানিয়েছেন, কোভিড পরিস্থিতির জন্য অনেক অভিভাবকেরই জীবন ও জীবিকা নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হাইকোর্টের নির্দেশে ৩১ মার্চ পর্যন্ত যে ছাড় দেওয়া আছে, সেই ছাড়ই চলবে।
অভিভাবকদের সংগঠন ‘ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন’-এর রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্যের অভিযোগ, কয়েকটি স্কুল এখনও হাইকোর্টের নির্দেশ না মেনে আগের হারেই ফি নিচ্ছে। যে সমস্ত পরিষেবা স্কুল এখন দিচ্ছে না, তার ফি-ও নেওয়া হচ্ছে।এর জন্য মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেবেন তারা।

Previous articleযোগী রাজ্য উত্তর প্রদেশে পুলিশ কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুন
Next articleডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়ার ঘোষণা করে বাম-কংগ্রেসের উপর কৌশলী চাপ আব্বাসের