দিও তিব্বার ‘ভয়ঙ্কর’ অভিযানে দুই বঙ্গসন্তান

পিরপাঞ্জাল পর্বতমালার দিও তিব্বা শৃঙ্গ জয়ের লক্ষ্যে ২ বাঙালি। বিশেষজ্ঞদের মতে, পিরপাঞ্জাল পর্বতমালার দিও তিব্বার এই সময়টা ভয়ঙ্কর হতে পারে। খুব কঠিন যাত্রা হতে পারে।

দুই বাঙালি হলেন রুদ্রপ্রসাদ হালদার এবং রুদ্রপ্রসাদ চক্রবর্তী। পেশায় পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিক রুদ্রপ্রসাদ হালদার ২০১৬ সালে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। জানা গিয়েছে, দিও তিব্বা পাহাড়ের উপর একটি চওড়া বরফের আস্তরণ রয়েছে। বছরের অন্য সময় এই পথ খুব একটা দুর্গম না হলেও শীতের সময় খাড়াই ঢাল বেয়ে ওঠা রীতিমতো ভয়ঙ্কর বলেই দাবি করেছেন পর্বতারোহীরা।

গত শনিবার পিরপাঞ্জাল পর্বতমালার দিও তিব্বা শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেড়িয়ে পড়েছেন এই দুই বঙ্গ সন্তান। তাঁদের যাত্রার শুরুতেই পথে ‘কাঁটা’ হয়ে দাঁড়ায় খারাপ আবহাওয়া। অভিযান পিছিয়ে যায় দু’দিন। দুই বাঙালিকে প্রথম বেস ক্যাম্পে পৌঁছতে পেরোতে হবে চিকা, পাণ্ডুরপুরা, সেরি এবং তেন্তা অঞ্চলগুলি। অভিযানের প্রস্তুতি চলাকালীন রুদ্রপ্রসাদ হালদার জানিয়েছিলেন, গোটা পথে তাঁদের সবথেকে বড় চ্যালেঞ্জ শুকনো বরফ। যা তুষারঝড়ের সম্ভাবনাও বাড়িয়ে তোলে। মূলত জগৎ সুখ নালা রুট ধরেই শৃঙ্গ অভিযানের পথে এগোচ্ছেন দুই রুদ্রপ্রসাদ। তাঁদের সঙ্গে রয়েছেন একজন দক্ষ শেরপাও।

আরও পড়ুন-নজিরবিহীন! শেষমেশ খোঁজ মিলল পাষাণ হৃদয়ের

Advt

Previous articleএই ভোটটা আমার ভোট, প্রার্থী নয় চিহ্ন দেখে ভোট দিন: মমতা
Next articleবেনজির রায় হাইকোর্টের, রজঃস্বলা হলেই ইচ্ছানুযায়ী বিয়ের অধিকার মুসলিম মেয়েদের!