রাজ্যের অনুমতি ছাড়াই কয়লা কাণ্ডে তল্লাশি চালাতে পারবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

কয়লা কাণ্ডের (Coal Scam Case) মূল অভিযুক্ত অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার গ্রেফতারির নির্দেশ খারিজ করে দিল হাইকোর্ট ।
শুক্রবার বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় আপাতত রাজ্যের অনুমতি ছাড়াই যে কোনও জায়গায় তদন্ত করতে পারবে সিবিআই। আগামী ২৩ মার্চের মধ্যে সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
গরু ও কয়লাপাচারকাণ্ডে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আবার কয়েকজনকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। কয়লা পাচারের মূল অভিযুক্ত হিসেবে অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে হয় লুক আউট নোটিস জারি।
আগামী ২৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
কয়লা পাচার কাণ্ডে রাজ্যের সহযোগিতা নিয়ে তল্লাশি চালাতে হবে বলে সিবিআইকে এর আগে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। আর এতেই আপত্তি জানিয়ে আবেদন জানিয়েছিল সিবিআই । সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার আদালত এই নির্দেশ দেওয়ায় কিছুটা স্বস্তিতে সিবিআই ।