Monday, August 25, 2025

বেআইনিভাবে চেয়ারম্যান দীনেশকে সময় দিয়েছেন, অভিযোগ সুখেন্দুশেখরের

Date:

সম্পূর্ণ বেআইনিভাবে দীনেশ ত্রিবেদীকে সময় দেওয়া হয়েছে রাজ্যসভায়। সংসদের সমস্ত নিয়মবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চেয়ারম্যান এই কাজ করে সংসদের গরিমাকে ক্ষুন্ন করেছেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় দীনেশ ত্রিবেদীর পদত্যাগের পর একথা বলেন।

সুখেন্দুশেখর জানান, এদিন সকাল থেকে টানা রাজ্যসভার অধিবেশন চলছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের দলের দুজনের বলার সময় শেষ হয়েছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছিল। এই সময় আমি ওষুধ খেতে বাইরে আসি। এমন সময় রাজ্যসভায় ঢুকে দীনেশ সময় চান। চেয়ারম্যান সময়ও দেন। যা বেআইনি। বাজেটের উপর আলোচনা চলছিল৷ সে নিয়ে কথা না বলে অন্য বিষয়ে বক্তব্য রাখার অনুমতি দেওয়া যায় না। যদি না সেটা দেশের প্রশ্নে গুরুত্বপূর্ণ না হয়। দীনেশকে নাটকীয়ভাবে পদত্যাগ ঘোষণার সুযোগ দেওয়া হয়েছে সংসদের রীতিকে উপেক্ষা করেই।

সুখেন্দুশেখর বলেন, এটা আসলে বিজেপির বিভাজনের রাজনীতি, ঘোড়া কেনাবেচার রাজনীতি। এভাবে তৃণমূল কংগ্রেসকে ভাঙা যাবে না। আগামী ভোটেই তা প্রমাণিত হয়ে যাবে। দীনেশের ‘দমবন্ধ’ হয়ে যাওয়া প্রসঙ্গে কটাক্ষ করে সুখেন্দুশেখর বলেন, বারাকপুরে হারার পর তাঁর একবার দমবন্ধ হয়েছিল। নেত্রীর কাছে গিয়ে রাজ্যসভার টিকিট পেয়ে শ্বাস নিলেন। আবার তাঁর দমবন্ধ হলো। এবার ফের শ্বাস নিতে কোথায় যান সেটাই দেখার। এত ঘনঘন দমবন্ধ হলে তো আগামী দিনে বড় কিছু ঘটে যেতে পারে যে কোনও সময়ে!!

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version