Monday, November 3, 2025

শুধু নারকেল খেয়ে ৩৩ দিন! নির্জন দ্বীপ থেকে বেঁচে ফিরলেন তিনজন

Date:

Share post:

শুধুমাত্র নারকেল খেয়ে কাটিয়েছেন ৩৩ দিন, এমনই তিন ব্যক্তিকে সম্প্রতি উদ্ধার করা হলো কিউবার (Cuba) একটি নির্জন দ্বীপ থেকে। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে এই তিনজন একটি নৌকাডুবির শিকার হয়েছিলেন। এরপর কোনও ক্রমে তারা সাঁতরে আসেন নিকটবর্তী একটি দ্বীপে। সে যাত্রায় রক্ষা পেলেও অবশ্য চিন্তা যাচ্ছিল না, তাদের বরং মাথায় ভিড় করেছিল একরাশ দুশ্চিন্তা। কারণ সেখানে ছিল না কোনও জনমানব, একেবারেই নির্জন সে দ্বীপ।

ফ্লোরিডা (Florida) ও কিউবার মধ্যবর্তী দ্বীপের নাম ‘অঙ্গুইলা কে’। সম্প্রতি তিনজনকে উদ্ধার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) উপকূলরক্ষীদের কপ্টার। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে ছিলেন দু’জন পুরুষ এবং একজন নারী। তাদের সঙ্গে কথা বলার পর জানতে পারা গিয়েছে যে এই ৩৩ দিন তারা কাটিয়েছেন শুধুমাত্র নারকেল খেয়ে। কয়েকটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এও জানা গিয়েছে যে জীবনধারণের জন্য তাদের খেতে হয়েছে শামুক, ইঁদুরের মাংসও। নিয়মিত টহল দেওয়ার সময় হঠাৎ-ই মার্কিন উপকূলরক্ষী রিলে বিচারের নজরে আসেন ওই ৩ জন।

এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না টহলকারী দল। প্রাথমিকভাবে আকাশ পথ থেকে তাদের দেওয়া হয় খাবার ও জলের বোতল। যোগাযোগের জন্য দেওয়া হয় রেডিও। উদ্ধারের পর জানা গিয়েছে তারা প্রত্যেকেই কিউবার বাসিন্দা। মাঝ সমুদ্রে নৌকাডুবি হয়ে তারা পৌঁছান ‘অঙ্গুইলা কে’ দ্বীপে। উদ্ধার করার পর তাদের ভর্তি করা হয়েছে ফ্লোরিডার হাসপাতালে। যদিও তারা কীভাবে এতোগুলো দিন বেঁচে রইলেন সেটাই এখন বিস্ময়।

আরও পড়ুন: ‘রাম বনাম দুর্গা’ প্রসঙ্গে বেফাঁস মন্তব্যে জড়ালেন দিলীপ, নিন্দায় রাজ্য রাজনীতি

Advt

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...