নৈহাটি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তিন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করল এনআইএ (NIA)। উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তী, বারাকপুরের পুলিশ সুপার মনোজ ভার্মা ও জেলা শিল্প অধিকর্তা প্রণব নস্করের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ করেছেন এনআইএ-র(NIA) ডিজি যোগেশ চন্দের মোদি। এই মর্মে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কাছে সুপারিশপত্র পাঠিয়েছেন তিনি। ওই ঘটনায় রাজ্য পুলিশের আধিকারিকদের গাফিলতি স্পষ্ট বলে তদন্তের পর জানিয়েছে এনআইএ (NIA)। গত ২০২০র ৩ জানুয়ারি বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়। সম্প্রতি দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। তবে এবার রাজ্যের কোর্ট রাজ্য প্রশাসনের তিন অফিসারের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেয়, সেটাই দেখার।

আরও পড়ুন- রোজভ্যালি কাণ্ডে অবশেষে সাজা ঘোষণা, ৭ বছরের কারাদণ্ড অরুণ মুখোপাধ্যায়ের
