Thursday, August 28, 2025

‘সঠিক সময়ে জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্য করা হবে’, সংসদে বললেন অমিত শাহ

Date:

জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) বিশেষ মর্যাদা ৩৭০ ধারা(article 370) রদের ঘটনাকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়ে উঠছে দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। এই সমস্ত কিছুর মাঝেই শনিবার সংসদে জম্মু কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল ২০২১ পেশ করেছে সরকার। সংসদে এই ইস্যুতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় অধীর চৌধুরীকে(Adhir Ranjan Chowdhury)। দাবি করা হয় জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা মর্যাদা দিতে চায় না সরকার। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করে অমিত শাহ জানান, এই বিলে এমনটা কোথাও লেখা নেই যে জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে না।

শনিবার সংসদে দাঁড়িয়ে অমিত শাহ(Amit Shah) বলেন, ‘আমি আবারও বলছি এই বিলে জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রসঙ্গে কোন কিছুই বলা হয়নি। উপযুক্ত সময়ে ওই অঞ্চলকে পূর্ণ রাজ্যের তকমা দেওয়া হবে। ‘ পাশাপাশি উপত্যকায় 4G ইন্টারনেট পরিষেবা সরকার বিদেশি চাপের মুখে পড়ে চালু করেছে এহেন অভিযোগের পাল্টা দিয়ে শাহ বলেন, ‘আসাদুদ্দিন ওয়াইসির দাবি অনুযায়ী, 2G থেকে 4G ইন্টারনেট পরিষেবা বিদেশি চাপের মুখে পড়ে উপত্যকায় লাগু করা হয়েছে। তবে এটা ওনার জানা উচিত, এই সরকার ইউপিএ সরকার নয়। এই সরকার নরেন্দ্র মোদি সরকার যিনি দেশবাসীর স্বার্থে সিদ্ধান্ত নেন।’

আরও পড়ুন:অজিত দোভালকে হত্যার ছক কষেছিল পাকিস্তান, জানাল ধৃত জঙ্গি

শুধু তাই নয়, ‘উপত্যকা থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করা হয়নি’। অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে শাহ বলেন, আমি ওনার বক্তব্যের জবাব অবশ্যই দেবো কিন্তু তার আগে জানতে চাইব অনুচ্ছেদ ৩৭০ মাত্র ১৭ মাস হলো তুলে নেওয়া হয়েছে। বিগত ৭০ বছরে কি করা হয়েছে তার হিসেব নিয়ে আসা হোক।’ তিনি আরো বলেন, ‘দীর্ঘ বছর ধরে ভারত শাসন করার সুযোগ যারা পেয়েছিল তারা একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন, আপনারা কি আমাদের কাছে ১৭ মাসের হিসাব চাওয়ার যোগ্য।’

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version