Wednesday, November 12, 2025

‘খেলা হবে’, তৃণমূলের মঞ্চে রথীন কিস্কুর গান শুনে তৃপ্তির হাসি অনুব্রতর মুখে

Date:

‘খেলা হবে’ এখন লোকের মুখে মুখে শোনা যাচ্ছে। কিন্তু কোথায়, কখন, কী খেলা হবে তা জানেন না কেউ। বিধানসভা ভোটের আগে প্রচারে নেমেছে প্রায় সব রাজনৈতিক দলই। অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছে, “এবারের ভোটে খেলা হবে।” শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে প্রচারসভায় রাজনৈতিক প্রচার জমে উঠল লোকগানে। যেখানে ছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

এদিন তৃণমূল কংগ্রেসের মহিলা সমাবেশে আকর্ষণ ছিল লোকশিল্পী রথীন কিস্কুর গানের অনুষ্ঠান। অনুব্রত এদিন জানান, “এরপর থেকে দলের যতগুলি মহিলা সমাবেশ হবে সবগুলি অনুষ্ঠানে থাকবে গানের অনুষ্ঠান। কারণ, মহিলারা বাড়ি থেকে বেশি বের হতে পারেন না কাজের চাপে। তাই তাঁদের মনোরঞ্জনের জন্য এই সিদ্ধান্ত হয়েছে।” এদিন রথীন কিস্কুর গানের কথাতেও ছিল,”খেলা হবে রে।” মঞ্চে তখন অনুব্রতর মুখে তৃপ্তির হাসি।

আরও পড়ুন-‘আত্মনির্ভর ভারত’ গড়ায় জোর, সেনাবাহিনীতে আসতে চলেছে ‘অর্জুন’

এদিন সেই মঞ্চে অনুব্রত মণ্ডল নিজে অল্প সময়ে বক্তব্য রাখার পরই মাইক্রোফোন ছেড়ে দিলেন মঞ্চে উপস্থিত লোকশিল্পী রথীন কিস্কুকে। শিল্পী গান ধরলেন,”খেলা হবে রে।” গানের তালে তালে তখন নাচছেন প্রচারসভায় উপস্থিত দর্শকরা। আর সেই মঞ্চেই একমুখ হাসি নিয়ে সেই দৃশ্য উপভোগ করছেন অনুব্রত।

এদিন মাথরুন হাইস্কুল মাঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় চাঁছাছোলা ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বীরভূম সফর নিয়ে কটাক্ষ করেন অনুব্রত। বলেন,”মোদি নাড্ডাকে মা তারার কাছে পাঠালেন। আর মা তারা ওকে জবাব দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। মানুষ ওদের চায় না। ওদের লজ্জা নেই।”

আরও পড়ুন-হঠাৎ দিল্লিতে দিব্যেন্দু, বিজেপি- যোগের জল্পনা তুঙ্গে

শুধু নাড্ডাই নয় এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। বলেন, “দিলীপ ঘোষ মা দুর্গার সম্পর্কে অনেক আজেবাজে কথা বলেছে। দিলীপ ঘোষের শরীরে মানুষের চামড়া নেই। গণ্ডারের চামড়া রয়েছে। মহিলাদের সম্মান দিতে জানে না।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version