অবশেষে প্রতীক্ষার অবসান। করনো ( corona) অতিমারির পর দেশের মাটিতে আবার দর্শকের প্রবেশ। শনিবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট( india vs england test) সিরিজে গ্যালারিতে বসে খেলা দেখছেন ক্রিকেট প্রেমিরা।

শেষ বার কলকাতায় ( kolkata) বাংলাদেশের ( Bangladesh ) বিরুদ্ধে গোলাপি বলের একমাত্র টেস্টে( pink ball test) দর্শকরা মাঠে খেলা দেখতে পেরেছিলেন। তারপর করোনার কারণে দর্শক প্রবেশ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। করোনা ভয় কাটিয়ে নিউ নর্মালের পথে এগাচ্ছে মানুষের জীবন। তাই ক্রীড়া ক্ষেত্রেও দর্শক প্রবেশে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় টেস্টে চিপকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয় তামিলনাড়ু রাজ্য সংস্থা। টিকিট বিক্রি শুরু করতেই দর্শকদের মধ্যে দেখা যায় তুমুল উন্মাদনা। লম্বা লাইন দিয়ে টিকিট কেনেন তারা। প্রথম দিনেই মাঠে এসেছেন প্রায় ১৫ হাজার দর্শক। এদিন পুরনো উল্লাসে ফেরে দর্শক। মাঠে বসে কোহালিদের নাম ধরে চিৎকার, ব্যান্ড বাজান ক্রিকেট প্রেমিরা।

এদিন তামিলনাড়ু রাজ্য সংস্থা থেকে বলা হয়, ” দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা নিওয়া হয়েছে।”

আরও পড়ুন:আজকের দিন কেমন যাবে

