দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন অশ্বিন

চেন্নাইয়ে ( chennai)দ্বিতীয় টেস্টে অনন‍্য নজির গড়লেন রবীচন্দ্র অশ্বিন( R Ashwin)। দেশের মাটিতে ২৬৬ উইকেটের মালিক হলেন এই অফ-স্পিনার। এরফলে পিছনে ফেলে দিলেন হরভজন সিংকে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এই রেকর্ড গড়লেন অশ্বিন।

রবিবার দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে বল হাতে দুরন্ত কামাল দেখালেন রবীচন্দ্র অশ্বিন। ৫ উইকেট নিলেন তিনি। এদিন বেন স্টোকসকে ফিরিয়ে দিতেই দেশের মাটিতে ২৬৬ উইকেটের মালিক হলেন অশ্বিন। পিছনে ফেলে দিলেন ভাজ্জিকে। ঘরের মাঠে ৫৫ টেস্টে ২৬৫ উইকেট নিয়েছেন হরভজন।

এদিন অশ্বিনের বোলিং এর দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড বাহিনী। পাঁচ উইকেট নেন রবীচন্দ্র অশ্বিন।

আরও পড়ুন:লা-লিগায় দুরন্ত জয় পেল বার্সা, জোড়া গোল মেসির

Advt