Sunday, August 24, 2025

আচমকাই গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় সন্ত্রাসবাদীরা। ভয়ে তস্ত্র হয়ে পড়ে গ্রামবাসীরাও। সন্ত্রাসবাদদের রুখতে তাই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। তড়িঘড়ি মণিপুরের (Manipur) কাংপোকপি জেলার খেংজাং গ্রামে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক সেনা জওয়ান। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীও আশ্বাস দিয়েছেন, ওই গ্রামের বাসিন্দাদের প্রাণ এবং সম্পত্তি উভয়েরই কোনও ক্ষতি হতে দেবে না মণিপুর সরকার। আর তাই গোটা গ্রামে সেনা জওয়ানদের মোতায়েন করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি খেংজাং গ্রামে আচমকাই হামলা চালায় গোটা কয়েক দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি ছোঁড়ার সঙ্গে সঙ্গে বোমাবাজিও চালায় তারা। সেইসঙ্গে চলেভাঙচুর। বাড়ির দরজা থেকে শুরু করে কারও কারও আসবাবপত্র ভেঙে ফেলে ওই সন্ত্রাসবাদীরা। এরপর ১০ ফেব্রুয়ারির মধ্যে গ্রামবাসীদের ওই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। ভয় পয়ে ইতমধ্যেই গ্রাম ছেড়ে চলে যায় বেশ কয়েকটি পরিবার। এইনিয়ে প্রশাসনের দ্বারস্থ হন গ্রামবাসীরা। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। তড়িঘড়ি উপরমহলে বিষয়টি জানানো হয়। এরপরই নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় গোটা গ্রাম। মোতায়েন করা হয় কয়েকশো সেনা জওয়ান এবং কমান্ডো।

এবিষয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, কোনও গ্রামবাসীর ক্ষতি হতে দেওয়া হবে না। তাই উপরমহলের নজরে এনেছেন গোটা বিষয়টি। গোটা গ্রামে কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা বিষয়টির উপর নজর রাখছে রাজ্য সরকার। ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version