Saturday, May 17, 2025

টুলকিট কাণ্ড: দিশা রবির গ্রেফতারির নিন্দায় সরব অরবিন্দ কেজরিওয়াল

Date:

Share post:

কৃষক আন্দোলনকে(Farmer Protest) সমর্থন ও টুলকিট শেয়ার করার অপরাধে গত শনিবার বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে পরিবেশকর্মী তথা সমাজসেবী মাত্র ২১ বছর বয়সী দিশা রবিকে (Disha Rabi)। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। কেন্দ্রীয় সরকারের এহেন নীতির তীব্র বিরোধিতা করে একে একে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi) রাহুল গান্ধীর(Rahul Gandhi) মত নেতৃত্বরা সেই ধারা অব্যাহত রাখে এবার দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। সোমবার টুইট করে তিনি জানালেন, ‘ দিশা রবির গ্রেপ্তারের ঘটনা দেশের গণতন্ত্রের ওপর হামলা।’ একই সঙ্গে তিনি এটাও জানালেন দেশের কৃষকদের সমর্থন করা কোনও অপরাধ নয়।

ভারতের অভ্যন্তরে চলতে থাকা কৃষক আন্দোলন কে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। কৃষকদের সমর্থনে পাশে এসে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক সেলিব্রিটিরা। গত মাসে ভারতের কৃষকদের পাশে দাঁড়িয়ে একটি টুলকিট শেয়ার করেছিলেন গ্রেটা থুনবার্গ। তার টুইটার দুটি লাইন পরিবর্তন করে সেটি শেয়ার করেন দিশা রবি। ওই টুইট শেয়ার করার জন্য শনিবার বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় দিশা রবিকে। তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ওই টুলকিট শেয়ার করার মাধ্যমে খালিস্তান আন্দোলনে মদত দিয়েছেন অভিযুক্ত। এই ঘটনার পরই দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করতে দেখা যায় কংগ্রেস-আপ সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, ‘২১ বছর বয়সী দিশা রবির গ্রেফতারি গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা। কৃষকদের সমর্থন করা কোনও অপরাধ নয়।’

আরও পড়ুন:দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল, কলকাতায় পেট্রল ৯০.২৫ টাকা

পাশাপাশি কংগ্রেসের তরফে দিশা রবির সমর্থনে টুইট করেছেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘বাক স্বাধীনতা রয়েছে তোমার, সত্য বলার অধিকার এখনও জীবিত। ওঁরা ভয় পাচ্ছে, দেশ নয়।’ অবিলম্বে ২১ বছর বয়সী ওই তরুণীর মুক্তির দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। এদিকে রবিবার দিশা রবিকে দিল্লি আদালতে তোলা হলে সেখানে সে জানায়, টুলকিটটি তিনি নিজে তৈরি করেননি। কেবল দু’লাইন পরিবর্তন করে ৩ ফেব্রুয়ারি শেয়ার করেছিলেন মাত্র। আদালতের নির্দেশে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৫ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে।

Advt

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...