অন্ডাল বিমানবন্দরে রাজ্যের শেয়ার এবং চুক্তির নথি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল

ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল। এবার প্রশ্ন তুললেন অন্ডাল বিমানবন্দর নিয়ে।  সোমবার টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড়  (Jagdeep Dhankhar)প্রশ্ন তুলেছেন, অন্ডাল বিমানবন্দরের অধিকাংশ শেয়ার নিজের হাতে নিয়েছে রাজ্য সরকার। কিন্তু  এই অতিরিক্ত শেয়ার কেনা সংক্রান্ত চুক্তির নথিপত্র কোথায়? কাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? তাঁর মতে, রাজ্যে এই মুহূর্তে যা অর্থনৈতিক পরিস্থিতি, তাতে অন্ডাল বিমানবন্দরের ৪৭ শতাংশ শেয়ার নিজের হাতে নিয়ে রাজ্য সরকার আর্থিক বোঝা আরও বাড়িয়েছে। এ নিয়ে যাবতীয় তথ্য এবং মমতা সরকারের বক্তব্য জানতে চান তিনি। তবে মমতা সরকারের এই উদ্যোগ নিয়েও এবার প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

কীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হল? কাদের সঙ্গে আলোচনা করা হয়েছে? কত মূল্যে এই বাড়তি শেয়ার কেন হল? এর জন্য সরকারি কোষাগার থেকে কত খরচ হল? এমনই একাধিক প্রশ্ন তুলে এবার এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এ নিয়ে সরকারের কাছে যাবতীয় তথ্য তিনি চেয়ে পাঠিয়েছেন। তাঁর মতে, এই বাড়তি শেয়ার কেনার জন্য মূলত কারা সুবিধা পেলেন, তা দেখা প্রয়োজন। আদৌ কি সাধারণ মানুষ এতে উপকৃত হলেন? সংশয় রয়েছে তাঁর। অন্ডাল বিমানবন্দরের আরও বেশি সরকারি বিনিয়োগের মতো সাধু সিদ্ধান্ত ঘিরে রাজ্যপালের এই সংশয় প্রকাশ নবান্ন-রাজভবনের সংঘাতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। নবান্নের তরফে অবশ্য এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advt

 

Previous articleশেয়ারবাজারের স্বপ্নের দৌড়, ৫২ হাজারের রেকর্ড পার করলো সেনসেক্স
Next articleগ্রিন করিডর করে মুমূর্ষুর প্রাণ বাঁচাল কলকাতা পুলিশ, ফের শিরোনামে ওসি সৌভিক