ভয়াবহ করোনা পরিস্থিতিতেও(padana situation) জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে গিয়েছে দেশের সংবাদ মাধ্যম। মারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের(Journalist) পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। সম্প্রতি সাংবাদিক কল্যাণ সমিতির এই সংক্রান্ত এক প্রস্তাবে অনুমোদন দিয়েছে পিআইবি(PIB)। যেখানে সমিতির তরফে দাবি করা হয়েছিল মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৩৯ সাংবাদিককে আর্থিক সাহায্য করা হোক। এরপর তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব অমিত খেরের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে সাংবাদিক কল্যাণ সমিতি পরই সিদ্ধান্ত নেওয়া হয় মৃতদের পরিবার কিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে সরকারের তরফে।

আরও পড়ুন:পারিবারিক সমস্যা তুলে কেন দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে? শোভন–বৈশাখীকে প্রশ্ন বিজেপির

সম্প্রতি কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিক কল্যাণ সমিতিকে দেড় কোটি টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তরফে। এবং এই সাহায্য পাবে করোনায় মৃত্যু হওয়া দেশের যেকোনও প্রান্তের সাংবাদিক। পাশাপাশি এই বৈঠকে সাংবাদিকদের তরফে সন্তোষ ঠাকুর(Santosh Thakur) সরকারের কাছে আবেদন করেন দেশের সকল সাংবাদিকদের জন্য স্বাস্থ্য এবং জীবন বীমা সংক্রান্ত প্রকল্প চালু করার জন্য। পাশাপাশি সাংবাদিকদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে এই বৈঠকে।