Monday, August 25, 2025

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম ম্যাচে পর্যুদস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয় হাসিল করার খুব কাছে ভারত (India)। প্রথম ইনিংসের রোহিত শর্মা (Rohit Sharma) এবং দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ঝকঝকে ইনিংসের সৌজন্যে রানের পাহাড়ে ওঠে ভারত। উল্টোদিকে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ঠিক যতটা শক্তপোক্ত মনে হয়েছিল দ্বিতীয় টেস্টে ঠিক ততটাই নড়বড়ে। চতুর্থ দিনের লঞ্চে যাওয়ার আগেই ৭ উইকেটে হারিয়েছে ইংরেজরা।

এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৩২৯ রান করে টিম ইন্ডিয়া। ২৩১ বলে ১৬১ রানের অনবদ্য এক ইনিংস খেলেন মুম্বাইয়ের রোহিত। অর্ধশত রান করে দলের রানকে এগিয়ে নিয়ে গিয়েছেন অজিঙ্কা রাহানে এবং ঋষভ পন্থ। দ্বিতীয় ইনিংসে আবার এই তিন ব্যাটসম্যান ব্যর্থ। দলের স্কোর-কার্ড এগিয়ে নিয়ে গিয়েছেন একা অশ্বিন এবং কিছুটা অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ব্যাটসম্যান তালিকার আট নম্বরে নেমে ১০৬ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছেন দক্ষিণ ভারতের তারকা অলরাউন্ডার।

প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রান করার সুবাদে দ্বিতীয় ইনিংসের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৮২ রানের বিশাল লক্ষ্যমাত্রা। তামিলনাডুর স্পিন-সহায়ক উইকেটে চতুর্থ এবং পঞ্চম দিনে যা এক প্রকার অসম্ভব। বাস্তবে হচ্ছেও তাই। ভারতের স্পিনারদের বিরুদ্ধে কার্যত অসহায় আত্মসমর্পণ ইংল্যান্ডের। ব্যাটে সেঞ্চুরি করার পর বল হাতেও বাজিমাত অশ্বিনের। দ্বিতীয় ইনিংসে একাই নিলেন ৩ উইকেট। অক্ষর প্যাটেল নিয়েছেন ৩ টি উইকেট, একটি উইকেট কেদার যাদবের নামে। প্রথম ইনিংসে অশ্বিন নিয়েছিলেন ৫ টি উইকেট। এখন দেখার তিনি ১০ উইকেট নিতে পারেন কি না।

আরও পড়ুন: আজ আসন সমঝোতা নিয়ে ফের বৈঠক বিমান-অধীরদের, ভার্চুয়ালি থাকবেন আব্বাস

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version