Saturday, November 15, 2025

হিটলারি কায়দায় রাম মন্দিরের চাঁদা না দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করছে RSS: কুমারস্বামী

Date:

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য দেশজুড়ে চাঁদা সংগ্রহের কাজ শুরু করেছে হিন্দু সংগঠনগুলি। আর এই চাঁদা সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠল আরএসএস-এর(RSS) বিরুদ্ধে। অভিযোগ, জার্মানির নাৎসি বাহিনীর মত রাম মন্দির নির্মাণ বাড়ি বাড়ি চাঁদা সংগ্রহ গিয়ে কারা টাকা দিচ্ছে আর কাঁটা দিচ্ছে না তা চিহ্নিত করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক। সম্প্রতি এমনটাই দাবি করে সরব হয়ে উঠলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী(HD KumarSwami)। এই ঘটনার তীব্র নিন্দা করে মঙ্গলবার একের পর এক টুইট করেন প্রাক্তন ওই মুখ্যমন্ত্রী(chief minister)।

মঙ্গলবার টুইট করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কুমারস্বামী লেখেন, ‘রাম মন্দির নির্মাণের জন্য যারা চাঁদা সংগ্রহ করছে তারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে বাড়ির সদস্যদের চিহ্নিত করছে কারা টাকা দিচ্ছে, আর কারা দিচ্ছে না। জার্মানিতে হিটলারের জামানাই নাৎসিরা ঠিক একই কাজ করেছিল। যার জেরে প্রাণ হারিয়েছিল লক্ষাধিক মানুষ।’ পাশাপাশি আরও এক টুইটে তিনি লেখেন, ‘দেশে কেউ যাতে নিজের মত প্রকাশ না করতে পারে সেই ধরনের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এখন সংবাদমাধ্যমগুলো যদি দেশের সরকারের মতামত প্রকাশ করতে থাকে তাহলে সাধারণের জন্য কী অপেক্ষা করছে জানি না। পরিস্থিতি যা তাতে দেশে যে কোনও কিছু ঘটতে পারে।’

আরও পড়ুন:ব্লগার অভিজিৎ রায় হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত

এখানেই থেমে থাকেননি কুমারস্বামী নাৎসিদের সঙ্গে আরএসএস-এর তুলনা করে তিনি আরো লেখেন, ‘ঐতিহাসিকদের দাবি অনুযায়ী আরএসএস প্রতিষ্ঠিত হওয়ার সময়ে জার্মানিতে নাৎসি বাহিনীর প্রতিষ্ঠা হয়েছিল। এখন নাৎসিদের নীতি যদি আরএসএস চালু করে তবে তা নিঃসন্দেহে আশঙ্কার বিষয়। মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে।’ স্বাভাবিকভাবেই কুমারস্বামীর এহেন টুইটকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। যদিও এ বিষয়ে আরএসএস-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি।

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version