অস্ট্রেলিয়ান ওপেনের ( Australian open)কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল( rafael nadal) । সোমবার তিনি হারালেন ফাবিয়ো ফগনিনিকে। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৬-২।

সোমবারের ম্যাচে নামার আগে এই ফগনিনিকে নাদাল একবার হারান এবং এক জেতেন। তবে সোমবার নাদালকে জয় পেতে বেশি কষ্ট করতে হয়নি। তা ম্যাচের ফলাফলেই পরিষ্কার। এই নিয়ে ৪৩নম্বর গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে উঠলে নাদাল।
এই জয়ের পর নাদাল বলেন,” শেষ আটে উঠে খুশি। এ পর্যন্ত উঠে আসতে পারাটা আমার কাছে খুব ইতিবাচক ব্যাপার,” এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘প্রথম সেটে আমি শারীরিক সক্ষমতার দিক থেকে সেরা জায়গায় ছিলাম। এই প্রতিযোগিতায় নামার পরে প্রথম এই পর্যায়ে উঠে আসতে পেরেছি, তার কারণ হয়তো টানা দু’দিন প্র্যাক্টিস করতে পেরেছি বলেই। আজ বেশ কয়েকটা গেম ভাল হয়েছে। পরের ম্যাচে এগুলো সাহায্য করবে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
