‘বসন্ত পঞ্চমীতে, যৌবন এসো নতুন স্রোতে’’, ছাত্রযৌবনকে নতুন গান উপহার মুখ্যমন্ত্রীর

আজ, মঙ্গলবার সরস্বতী পুজো (Swarwati Pujo)। রাজ্যজুড়ে হচ্ছে বাগদেবীর আরাধনা। রাজ্যবাসীকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা (Wish) জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। মুখ্যমন্ত্রীর রচনা ও ভাবনায় এবং দেবজ্যোতি বসুর সুরে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির শিল্পীদের গাওয়া একটি গানও (Song) প্রকাশিত (Released) হয়েছে পুজোর ঠিক আগের দিন। সেখানে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, ‘’বসন্ত পঞ্চমীতে, যৌবন এস নতুন স্রোতে, ভেঙে ফেল বাধা বিঘ্ন, হতাশাকে কর ছিন্ন।” মূলত, বসন্ত পঞ্চমীর আগে ছাত্র যৌবনের উদ্দেশে নতুন গান এই গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ছত্রে ছত্রে যুবসমাজকে উদ্বুদ্ধ করার ডাক।

গানটির আনুষ্ঠানিক প্রকাশের পর ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে আপনাদের সকলের জন্য রইল আমার রচনা ও ভাবনায়, দেবজ্যোতি বোসের সুরে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির শিল্পীদের গাওয়া একটি গান। সকলকে জানাই বসন্ত পঞ্চমীর ও সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা। বাংলা মেতে উঠুক সম্প্রীতির সুরে।” ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে।

Advt

Previous articleনিউটাউনে দুর্ঘটনায় গাড়ি পুড়ে ছাই, খোঁজ নেই ৫ যাত্রীর
Next articleদিশা রবি গ্রেফতারিতে এবার সরব পাকিস্তান, মোদিকে তোপ ইমরানের দলে