Thursday, November 13, 2025

একুশের নির্বাচনকে (Assembly Election) কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ঝাঁজ বাড়াচ্ছে বাম-কংগ্রেস। আজ, বুধবার কেন্দ্র ও রাজ্য সরকারের বিরোধিতায় ফের পথে নামলো প্রদেশ কংগ্রেস (Congress)। এদিন দক্ষিণ কলকাতার খিদিরপুর চত্বরে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। এই মহা মিছিলের (Rally) নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। ওয়াটগঞ্জ থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় খিদিরপুর মোড়ে এসে। সেখান পথসভা থেকে কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে তোপ দাগেন অধীর। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, চিট ফান্ডের টাকা ফেরৎ, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

পথসভার মঞ্চ থেকে ভারতের অগ্রগতির পেছনে কংগ্রেসের ভূমিকা তুলে ধরেন অধীর চৌধুরী। তিনি বলেন, “মানুষের মতামত প্রকাশ পায় নির্বাচন নামে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ভারতবর্ষ যখন স্বাধীনতা পেয়েছিল তখন এই ভারতবাসীর আয় ছিল ২৫০ টাকা। সেইসবকে পিছনে ফেলে কংগ্রেস দেশকে এগিয়ে নিয়ে যায়। কংগ্রেসকে গালাগালি করা যায়, মারা যায়, কিন্তু ভারতবর্ষের ইতিহাস থেকে তাকে মুছে দেওয়া যাবে না।”

এরপর মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপিকে (BJP) হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কংগ্রেসের সমর্থন চাইছে! কংগ্রেসের গর্ভেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম। সেই কংগ্রেসকেই অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

বিজেপিকে আক্রমণ করে অধীর বলেন, “বিজেপি কৃষক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য রাজপথে কাঁটা তার বিছিয়ে দেওয়া হচ্ছে। ভারতবাসীদের আন্দোলন করার অধিকার নেই। প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে কথা বললেই তাঁকে জেলে যেতে হচ্ছে।”

বর্তমান দেশের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি আরও বলেন, ”নির্বাচন আসছে। সাম্প্রদায়িকতার রঙ লাগিয়ে রাজনীতি হবে। এই রাজনীতি চাই না। হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ করা চলবে না। বিজেপিকে বাংলায় এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে আসন সমঝোতা করে বাংলায় বিজেপিকে আনা হয়েছে।

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version