মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা, গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে

বোমার আঘাতে আহত রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে আততায়ীরা। বোমার আঘাতে গুরুতর আহত হন মন্ত্রী। তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে জাকির

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতা আসার কথা ছিল মন্ত্রী। সেজন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে পৌঁছন তিনি। কনভয় ছেড়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর আহত হন মন্ত্রী। আহত হয়েছেন তাঁর কয়েকজন অনুগামীও। তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা তৃণমূল সভাপতি আবু তাহের বলেন, ‘দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন, এই আশা করি’।

আরও পড়ুন- বাম থেকে রামে অভিনেত্রী পাপিয়া, কী বলছে সিপিএম

Advt

Previous articleস্বাধীনতার পর প্রথম কোনও মহিলার ফাঁসি, কী তার অপরাধ?
Next articleগুরুত্বপূর্ণ গুরুবার: দক্ষিণ ২৪ পরগনায় একই দিনে মমতা-অভিষেক-অমিত