আর প্রার্থী নয়, রাজনীতি ছাড়তে চেয়ে মমতাকে চিঠি চিরঞ্জিতের

না, দলবদল নয়, লক্ষ্মীরতন শুক্লার( laxmi ratan sukla)  মতো রাজনীতি থেকে সরে যেতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত(  Chiranjeet) । ইতিমধ্যে তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( mamata banerjee)   কাছে। উল্টো দিক থেকে এখনও কোনও প্রতিক্রিয়া না এলেও বিধায়ক তাঁর সিদ্ধান্তে অনড়।

বুধবার চিরঞ্জিত জানান, আমি আর রাজনীতিতে থাকতে চাই না। ২০১৬ -র ভোটে সেটাই জানিয়েছিলাম। সুতরাং এটা কোনও নতুন কথা নয়। আমি আমার পুরনো ভাললাগা আর পেশায় নিজের মতো করে ফিরে যেতে চাই। এর সঙ্গে দলবদলের কোনও প্রশ্ন নেই।

এখন তো রাজনীতির বাইরে কেউ কিছু ভাবতেই পারে না। অনেকে অনেরঅকম ভাবছে। তাদের স্বাধীনতা আছে। আগে ঠিক এমনটা ছিল না। তবে ঘটনা যাই হোক আমার সিদ্ধান্তের পরিবর্তন হবে না।

আরও পড়ুন:পুরশুড়ার শো-তে জনজোয়ার: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ কুণালের

Advt