Friday, December 19, 2025

রুদ্রনীলের বিজেপি যোগের পরই ‘বাঙালি’ ‘বাংগালী’ হয়ে গেল, নেটিজেনদের সমালোচনার মুখে অভিনেতা

Date:

Share post:

বিজেপিতে যোগ দিয়েই একী বাঙালি বানান লিখলেন রুদ্রনীল! বুধবার দুপুর নাগাদ অভিনেতা রুদ্রনীল ঘোষ নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনও দিয়েছে। ছবি দুটির প্রথমটি হল বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয়টি হল আরএসএস প্রধান মোহন ভাগবত এর সঙ্গে অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর ছবির ক্যাপশনে বাঙালিকে ‘বাংগালী’ লেখা। আর তা নিয়েই নেটাগরিকদের কটাক্ষের শিকার হতে হয়েছে রুদ্রনীলকে।

এই দুই ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে রুদ্রনীল লিখেছিলেন, “এই দুই বাংগালীর স্ট্রাগল, পরিশ্রম, বিচক্ষণতা, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত অনেক মানুষকে সাহস দেয়! নতুন ভাবে ভাবতে শেখায়!” এতেই আপত্তি জানায় নেট নাগরিকদের একাংশ।

কেউ লিখেছেন, “আচ্ছা বাঙালি নয়, বাংগালী! বাহ্”, সেখানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য কমেন্ট করেছেন। রুদ্রনীলকে কটাক্ষ করে দেবাংশু লিখেছেন, “প্রকৃত অর্থে বিজেপির গুণ আহরণ করেছেন বোঝাই যাচ্ছে! “বাংগালী” আবার কি ?? ওদের “বঙ্গাল” থেকে অনুপ্রাণিত নাকি ? আধা বিহারী এখনই হয়ে গেছেন!! উহু! এডিট করতে যাবেন না। এডিট হিস্ট্রিতে আগের বারের মত দেখা যাবে আবার..! তখন “পায়ের বেগেই” ইয়ে ফেটে যাবে আবার..!”

এই পরেই এক সংবাদমাধ্যমকে রুদ্রনীল জানান, সমস্ত ফোনে একরকম বাংলা ফন্ট থাকে না। সেই জন্য ‘বাংগালী’ শব্দটি লিখেছিলেন তিনি। তবে কিছু মানুষের প্রচুর সময় রয়েছে এ নিয়ে চর্চা করার। তাতে রুদ্রনীল বিন্দুমাত্র বিচলিত নন। কাউকে খুশি করার প্রয়োজন নেই তাঁর। তবে রুদ্রনীল মনে করেন, অর্ধেক জেনে বাকিটা অনুমান করে লিখে দেওয়ার যে প্রবণতা ইদানীং তৈরি হয়েছে, তা দুঃখজনক। তাঁর কথায়, “এতদিন এত কাব্য কবিতা লিখলাম, সেখানে কেউ বানান ভুল ধরতে এল না, হঠাৎ করে এর কী মানে হয়!” যাঁরা বিদ্রুপ করছেন তাঁরা কেউ ভাষাবিদ নয় বলেও জানান অভিনেতা। সঙ্গে তিনি এও জানান, এই ধরনের প্রতিক্রিয়া নিয়ে তিনি মাথা ঘামান না।

আরও পড়ুন- কেন্দ্র-রাজ্যকে একহাত নিয়ে শহরের বুকে কড়া ভাষণ অধীরের

Advt

spot_img

Related articles

UAE-র পথে হাঁটল সৌদি আরব: ৫৬ হাজার ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠাল সৌদি আরব

সংযুক্ত আরব আমিরশাহি (UAE) কিছুদিন আগেই পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ভিক্ষাবৃত্তি এবং অসামাজিক কাজের জন্য এবার...

পর পর দুটি দুর্ঘটনায় বাঁকুড়ার মৃত ১, দফায় দফায় উত্তেজনা

  পর পর দুটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া। বাঁকুড়ার(Bankurah) বিষ্ণুপুরে (Bishnupur)চলন্ত বাইকে ধাক্কা মেরে উল্টে গেল বালিবর্তি ডাম্পার...

পদ্মাপাড়ে বাংলা সংস্কৃতির উপর আক্রমণ, নিন্দায় সরব পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিকরা

অগ্নিগর্ভ বাংলাদেশের (Bangladesh) উত্তেজনার পরিস্থিতিতে একের পর এক সংবাদমাধ্যমের অফিস ভাঙচুরের খবরের পাশাপাশি ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক কেন্দ্র...

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...