Friday, August 22, 2025

গুরুত্বপূর্ণ গুরুবার: দক্ষিণ ২৪ পরগনায় একই দিনে মমতা-অভিষেক-অমিত

Date:

বঙ্গ রাজনীতিতে এই গুরুবারের গুরুত্ব বেড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। একই দিনে জেলায় রাজনৈতিক কর্মসূচি তিন হেভিওয়েট নেতা-নেত্রীর- মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee) এবং অমিত শাহ (Amit Shah)।

বৃহস্পতিবার, একমঞ্চে থাকছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরে তৃণমূলের কর্মী সম্মেলনেই এক মঞ্চে দেখা যাবে তাঁদের।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন সাগরে কপিলমুনির আশ্রমে পুজো দিতে। সেখান থেকেই হেলিকপ্টারে নামখানা। সেখান থেকে বিজেপি-র পরিবর্তন যাত্রা শুরু করবেন। শুধু সাগরে পুজো কিংবা নামখানায় পরিবর্তন যাত্রা দিয়েই শেষ হবে না। দুপুরে নামখানার নারায়ণপুরে মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। তারপর কাকদ্বীপ (Kakdwip) গিয়ে জনসভাতেও ভাষণ দেওয়ার কথা আছে তাঁর।

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের (Tmc) বুথস্তরের কর্মীদের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভার দৌলতপুরে হবে। বিজেপির (Bjp) কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচির জন্যই এই পরিবর্তন করেছে শাসকদল। যদিও এই কথা মানতে নারাজ তৃণমূল।

২০১৯ সালের লোকসভা ভোটে এই জেলার চারটি আসনেই গিয়েছে জোড়াফুলের দখলে। ২০১৬ সালের বিধানসভা ভোটেও ৩১টির মধ্যে ২৯টিতে জয় পেয়েছিল তৃণমূল। তাই এখানে বিজেপি-কে জায়গা ছাড়তে নারাজ রাজ্যের শাসকদল। এই পরিস্থিতিতে শাহের জেলা সফরের দিনেই সভাতে তৃণমূল নেত্রী এবং স্থানীয় সাংসদ কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা, গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে

 

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version