জনসংযোগই ‘হাতিয়ার’, ‘দিদির দূত’এর প্রচার করে কী বললেন মিমি-নুসরত?

আর মাত্র কয়েকদিন বাকি বিধানসভা নির্বাচনের, তার আগেই মূলত সব পক্ষই জনসংযোগকে হাতিয়ার করতে চাইছে। একে অপরকে টেক্কা দিতে আনছে নতুন নতুন পরিকল্পনা। এখন মানুষের দুয়ারে পৌঁছে যেতে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল মাধ্যমও। তাই এবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পৌঁছে যেতে ‘দিদির দূত’ (Didir Doot) নামের অ্যাপ প্রকাশ্যে এনেছে ঘাসফুল শিবির। এর আগে ‘দিদিকে বলো’ ব্যাপকভাবে সাফল্য পেয়েছিল। এবার ‘দিদির দূত’এর প্রচার করলেন দুই টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

আরও পড়ুন-ফিরলেন ‘মূলস্রোতে’! ভোটের মুখে তৃণমূলের জাতীয় মুখপাত্রের গুরুত্বপূর্ণ পদে জিতেন্দ্র তিওয়ারি

মিমি ও নুসরত দু’জনেই সোশাল মিডিয়ায় তাঁদের ভিডিও পোস্ট করেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব রকম সমস্যার কথা তুলে ধরার জন্য ‘দিদির দূত’ অ্যাপ ব্যবহারের কথা তুলে ধরেছেন তাঁরা। তাঁরা আরও বলেন, লাইভ স্ট্রিমিং বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনায়াসে সরাসরি জননেত্রীর কাছে পৌঁছনো যাবে। স্বপ্নের বাংলা গড়ে তুলতে দিদির পাশে থাকারও বার্তা দিয়েছেন বসিরহাট ও যাদবপুরের সাংসদ ।

Advt

ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল ‘দিদির দূত’ অ্যাপটি। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন। মূলত জনসংযোগের উদ্দেশে চালু করা হয়েছে এই অ্যাপ।

Previous articleকরোনায় আক্রান্ত অভিনেতা রণবীর শোরে
Next articleপ্রসেনজিৎ-বিজেপি নেতা সৌজন্য সাক্ষাৎ, জল্পনা উড়িয়ে জানালেন দিলীপ