মইদুল-মৃত্যুর তদন্তের দাবিতে আজ থেকে পথে SFI-DYFI, হবে থানা ঘেরাও-রেল রোকো

বামকর্মী মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর তদন্তের দাবিতে আরও জোরদার আন্দোলনে নামছে বাম ছাত্র-যুব সংগঠনগুলি।

ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনা রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছে৷ এবার সেই উত্তেজনার পারদ আরও চড়াতে আজ, বুধবার থেকে ফের পথে নামছে SFI এবং DYFI সংগঠন। জানা গিয়েছে, বুধবার রাজ্যব্যাপী থানা ঘেরাও কর্মসূচি রয়েছে বাম ছাত্র-যুব নেতৃত্বের। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার SFI-এর ডাকে রেল অবরোধ হবে। পাশাপাশি এই মৃত্যু তদন্তের কিনারায় আইনি পথেও হাঁটতে চলেছে বাম ছাত্র-যুব সংগঠন। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে প্রকৃত তদন্তের দাবি করা হবে৷

ওদিকে, মইদুলের মৃত্যুর প্রতিবাদে সোমবার মৌলালির সামনে যে বাম ছাত্র-যুবদের বিক্ষোভ হয়, সেখানে পুলিশকে মারধর এবং উর্দি ছেঁড়ার ঘটনার অভিযোগে SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। সৃজনের বিরুদ্ধে সরাসরি পুলিশকে মারার অভিযোগও আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির à§©à§«à§©, ৩২৪, ৩৩২ ধারা অর্থাৎ সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, নিগ্রহের মতো অভিযোগ রয়েছে এই মামলায়। সৃজন ভট্টাচার্য বলেছেন, “নিগৃহীত পুলিশকর্মীদের উদ্ধার করতেই তিনি ও আরও কয়েকজন উদ্যোগ নিয়েছিলেন।”