বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। ভোরবেলা ও রাতের দিকে থাকছে সামান্য শীতের আমেজ। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রায় তেমন হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন-ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, মাথায় হাত মধ্যবিত্তের

বুধবার সকাল থেকেই কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেরও কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকবে বলে জানা যাচ্ছে।

Advt

Previous articleফিরলেন ‘মূলস্রোতে’! ভোটের মুখে তৃণমূলের জাতীয় মুখপাত্রের গুরুত্বপূর্ণ পদে জিতেন্দ্র তিওয়ারি
Next articleক্যাপিটল হিলে হামলার তদন্তে গঠিত হোক স্বাধীন কমিশন, চিঠি দিলেন পেলোসি