Friday, May 16, 2025

বামেদের টলিউড চমক, টালিগঞ্জে সিপিএম প্রার্থী হতে পারেন দেবদূত ঘোষ

Date:

তৃণমূল(TMC)-বিজেপি’র (BJP) পথে হেঁটেই এবার বিধানসভা নির্বাচনে (Assembly Election) টলিউডের (Tollywood) চমক দিতে চলেছে বামফ্রন্ট (Left front)। সিপিএম (CPIM) সূত্রে খবর, বাংলা টেলিভিশন সিরিয়াল ও সিনেমার পরিচিত অভিনেতা (Actor) দেবদূত ঘোষ (Debdoot Ghosh) এবার প্রার্থী (Candidate) হচ্ছেন টালিগঞ্জ (Tollygunj) কেন্দ্র থেকে। বাম-কংগ্রেস আসন সমঝোতা কার্যত চূড়ান্ত। অপেক্ষা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে “মহাজোট” প্রক্রিয়া ঝুলে থাকলেও, আগামী এক সপ্তাহের মধ্যে সেটাও সম্পন্ন হয়ে যাবে। ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড আছে বামেদের। সেই সমাবেশের আগেই মোটামুটি চূড়ান্ত হয়ে যাবে আসন বন্টন ও প্রার্থী তালিকা। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই প্রকাশ করা হবে সেই তালিকা। তবে জোটের সামগ্রিক আসন বন্টন যেমনই হোক না কেন, টালিগঞ্জ আসনে যে সিপিএম প্রার্থী দাঁড় করবে, সেটা একশো শতাংশ নিশ্চিত। এবং সেখানেই অভিনেতা দেবদূত দৌড়ে সবচেয়ে এগিয়ে বলে জানা গিয়েছে।

দেবদূত আগে কখনও সক্রিয় রাজনীতিতে না থাকলেও বামপন্থী মনোভাবপন্ন বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। বামপন্থী পরিবারে বড়ো হয়ে ওঠা তাঁর। দেবদূতের বাবা সক্রিয় সিপিএম নেতা ছিলেন। সিপিএম কাউন্সিলারও ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের অরূপ বিশ্বাসের কাছে খুব কম ভোটে হেরেছিলেন সিপিএম প্রার্থী। এই এলাকায় বামেদের সংগঠনও ভালো। টালিগঞ্জ কেন্দ্রকে এবার তাই বাড়তি গুরুত্ব দিয়ে পাখির চোখ করেছেন বিমান বসুরা। আলিমুদ্দিনের খবর, দেবদূত ঘোষের সঙ্গে ইতিমধ্যেই পাকা কথা হয়ে গিয়েছে সিপিএম নেতাদের। তিনিও নাকি প্রার্থী হতে রাজিও হয়েছেন। এখন দেখার, শেষ পর্যন্ত কী হয়!

আরও পড়ুন- মন্ত্রীর ওপর হামলা নিয়ে আলোচনা, রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

Related articles

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...
Exit mobile version