Monday, August 25, 2025

শুক্রবার মরশুমের দ্বিতীয় ডার্বি ( derby) । দ্বিতীয় মহারণে নামার আগে এটিকে মোহনবাগানকে( atk mohunbagan) হুঙ্কার এসসি ইস্টবেঙ্গলের ( sc east bengal) সহকারি কোচ টনি গ্র‍্যান্টের( tony grant) ।

চলতি মরসুমে লাল-হলুদ ব্রিগেড আইএসএল অভিযান শুরু করেছিল ডার্বি দিয়ে। কিন্তু প্রথম ম‍্যাচেই বাগান ব্রিগেডের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল রবি ফাউলারের দলকে। কিন্তু শুক্রবারের ডার্বিতে জয় নিয়ে আশাবাদী টনি। টনির কথায়,” ওই ম্যাচে আমরা একেবারেই তৈরি ছিলাম না। এত বড় ম্যাচ প্রথমেই দেওয়া ঠিক নয়। এটিকে মোহনবাগান দলের ফুটবলাররা অনেক দিন ধরেই একসঙ্গে খেলছেন। ফলে ওঁদের মধ্যে বোঝাপড়া রয়েছে। তার লাভ পেয়েছেন ওঁরা। তবে এ বার দুটো দলই সমান। তাই এই ম্যাচ থেকে জয় পাব বলেই আশা করছি আমরা।”

দ্বিতীয় উইন্ডোতে দলে যোগ দিয়েছেন ব্রাইট, অঙ্কিত মুখোপাধ‍্যায়, রাজু গায়কোয়াড, সুব্রত পালের মতন ফুটবলাররা। তাই দলের ডিফেন্স থেকে দলের অ‍্যাটাকিং অনেক পরিণত। তাই শুক্রবারের ডার্বি সমানে সমানে হবে বলে জানালেন লাল-হলুদের সহকারি।

প্রথম ডার্বিতে খেলেছেন লাল-হলুদ অধিনায়ক ড‍্যানি ফক্স। তাই ডার্বির উত্তাপ টের পেয়েছেন তিনি।ডার্বিকে গুরুত্ব দিলেও আর বাকি পাঁচটা ম‍্যাচের মতন এই ম‍্যাচটিকে দেখছেন ড‍্যানি। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” এটা নিঃসন্দেহে বড় ম্যাচ। তবে অন্যান্য ম্যাচের মতোই এই ম্যাচে জিতলেও ৩ পয়েন্ট পাব আমরা। আমাদের হাতে শেষ ৩টি ম্যাচ আছে। এই ৩ ম্যাচে ভাল কিছু করতে হবে।” এরপাশাপাশি তিনি বাগানের বিরুদ্ধে দলের ডিফেন্সের ভাল খেলার কথা বলেন ফক্স। তিনি বলেন,” ওঁদের দলে অনেক ভাল ফুটবলার আছেন। রয় কৃষ্ণা, মার্সেলিনহোর মতন ফুটবলাররা আছেন। তাই আমাদের রক্ষণভাগকে সজাগ থাকতে হবে। তবে আমাদের আক্রমনভাগও ভাল খেলছে। এরপাশাপাশি তিনি আরও বলেন,” অবশ্যই সেরা ফুটবলারের বিরুদ্ধেই ভাল খেলতে চাইব। রয় বেশ কিছু বছর ধরেই ভাল খেলছে। এটা কঠিন ম্যাচ হবে, কারণ এটিকে মোহনবাগান ধারাবাহিক ভাবে ভাল খেলছে।”

আরও পড়ুন:রেকর্ড মূল্যে রাজস্থানে ক্রিস মরিস, কেকেআর এ শাকিব

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version