সেদিনের এবং আজকের মিরজাফর : সম্রাট তপাদারের বই ‘বিশ্বাসঘাতক’

ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে এ বাংলার পলাশীর প্রান্তরে বিশ্বাসঘাতকতার যে অন্তহীন পথ চলা শুরু হয়েছিল এবং পরবর্তীতে ভারতবর্ষের রাজনীতিতে সঙ্ঘ পরিবারের বিশ্বাসঘাতকতা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আজও বর্গীরা বাংলার মাটিতে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর। ওই বিশ্বাসঘাতকদের ওপরেই নির্ভর করে কালে কালে মিরজাফরদের শুধু অবয়ব বদল হয়, চরিত্রের কোনো বদল হয় না। এই প্রসঙ্গে সম্রাট তপাদারের সময়োচিত একটি বই “বিশ্বাসঘাতক” শুক্রবার প্রকাশিত হল। লেখক নিজেই তাঁর এই বই প্রকাশ করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী পর্ণাভ সহ বিশিষ্টরা।

আরও পড়ুন-‘রাজ্যে ভয়ের পরিবেশ’, বিশ্বভারতীর সমাবর্তনকে রাজনীতির মঞ্চ বানালেন ধনকড়

অনুষ্ঠানে লেখক সম্রাট তপাদার বলছেন, “বাংলার এক বিশ্বাসঘাতক বলেছে খেলা হবে…পদ্ম ফুলের মেলা হবে… তৃণমূল কে ফেলা হবে। সেই বিশ্বাসঘাতকরা শুনে রাখো সব বিশ্বাসঘাতকদের বাংলা থেকে তাড়ানো হবে। শকুনের মতো নজর নিয়ে বাংলায় আসা বহিরাগতদের বাংলা থেকে তাড়ানো হবে। মা মাটি মানুষের সরকার হবে। সব বিশ্বাসঘাতকদের মমতাময়ী মা মমতা ব্যানার্জী আর আমাদের নেতা অভিষেকের পায়ে পড়তে হবে……”

Previous article‘রাজ্যে ভয়ের পরিবেশ’, বিশ্বভারতীর সমাবর্তনকে রাজনীতির মঞ্চ বানালেন ধনকড়
Next articleফের নোবেলজয়ী মালালাকে প্রাণনাশের হুমকি