অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেন ( Australian open) চ‍্যাম্পিয়ন হলেন নায়োমি ওসাকা( naomi osaka)। ফাইনালে তিনি হারালেন জেনিফার ব্র‍্যাডিকে। ম‍্যাচের ফলাফল ৬-৪, ৬-৩। এই জয়ের ফলে কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন ওসাকা।

এদিন ম‍্যাচ শেষে বিপক্ষের প্রশংসায় মাতলেন ওসাকা। এদিন তিনি বলেন,” ম্যাচের আগেই সবাইকে বলেছিলাম, তুমি আমার জন্য সমস্যা হয়ে দেখা দেবে। সেটাই হয়েছে। গত কয়েক মাসে তোমাকে চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি। আশা করি ভবিষ্যতে আরও অনেক ম্যাচ খেলতে পারব।”

তবে ম‍্যাচে শুরু থেকে দাপট দেখান নায়োমি ওসাকা। প্রথম সেটে এক সময় ০-৪ পিছিয়ে পড়লেও, টানা ছ’টি গেম জিতে সেট হাসিল করেন ওসাকা। দ্বিতীয় সেটেও একসময় ৪-০ গেমে এগিয়ে যান। সেখান থেকে থামানো যায়নি জাপানের এই টেনিস সুন্দরীকে।

আরও পড়ুন:তৃতীয় টেস্টে নামার আগে ভারতকে হুঙ্কার উডের

Advt

Previous articleভোটের দিন ঘোষণা না হলেও বাংলায় চলে এল কেন্দ্রীয় বাহিনী
Next articleকুম্ভ মেলায় প্রবেশে এবার করোনা রিপোর্ট বাধ্যতামূলক