Thursday, November 6, 2025

কুম্ভ মেলায় প্রবেশে এবার করোনা রিপোর্ট বাধ্যতামূলক

Date:

আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে কুম্ভমেলা(Kumbh Mela)। এবার হরিদ্বারে(Haridwar) অনুষ্ঠিত হতে চলেছে হিন্দুদের পবিত্র এই ধর্মীয় উৎসব। এদিকে সাম্প্রতিক সময়ে নতুন করে করোনার(coronavirus) প্রকোপ বাড়তে শুরু করেছে দেশের একাধিক রাজ্যে। ফলস্বরূপ অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে এবার কড়া পদক্ষেপ নিল মেলা কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হয়েছে এবার কুম্ভ মেলায় প্রবেশের জন্য বাধ্যতামূলক ভাবে লাগবে পূণ্যার্থীদের করোনা রিপোর্ট(Corona report)।

আরও পড়ুন:ভোটের দিন ঘোষণা না হলেও বাংলায় চলে এল কেন্দ্রীয় বাহিনী

ভারতে অত্যন্ত জনপ্রিয় এই কুম্ভ মেলা হয় ১২ বছর অন্তর। মূলত হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগে অনুষ্ঠিত হয় এই মেলা। আগামী ১ এপ্রিল থেকে এবছর হরিদ্বারে অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা। ১ থেকে ২৮ এপ্রিলের মধ্যে ৩টি শাহি স্নানের দিন রয়েছে। প্রথম শাহি স্নান হবে ১২ এপ্রিল, দ্বিতীয়টি ১৪ এপ্রিল এবং তৃতীয়টি ২৭ এপ্রিল। সেখানেই উৎসব উপলক্ষে প্রশাসনের তরফে করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, যারা এবার এই মেলায় উপস্থিত হবেন তাদের আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের জন্য করোনার রিপোর্ট পেশ করা বাধ্যতামূলক। রিপোর্ট পেশ করতে হবে মেলায় প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে। উত্তরাখণ্ড প্রশাসনের তরফে শীঘ্রই এই মর্মে বিজ্ঞপ্তিও পেশ করে দেওয়া হবে। এপ্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে কুম্ভ মেলায়।

Related articles

সুপ্রিম কোর্টে শুনানি শেষ না হওয়া পর্যন্ত OBC সংক্রান্ত মামলার শুনানি নয় কলকাতা হাই কোর্টে: নির্দেশ প্রধান বিচারপতির

সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের OBC সংরক্ষণ সংক্রান্ত কোনও মামলার শুনানি...

তোমরা একা নও, পৃথিবী তোমাদের সঙ্গে আছে: ৩১ তম KIFF-এর মঞ্চে আঞ্চলিক ভাষার চলচ্চিত্রকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

”আন্তর্জাতিক ছবির পাশাপাশি থাকবে দেশীয় সিনেমা এবং বোরো, টুলু-র মতো আঞ্চলিক ভাষার চলচ্চিত্রও (Cinema)। এর মাধ্যমে এমন মানুষদের...

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলার খেলার মুকুটে জুড়ল নয়া পালক। রাজ্য সরকারের তহবিলে তৈরি যুবভারতী হকি স্টেডিয়ামের(VYBK Hockey Stadium) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী...

বঙ্গবিভূষণ আরতি-শত্রুঘ্ন: মঞ্চে আবেগাপ্লুত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী, মমতার ভূয়সী প্রশংসা অভিনেতা-সাংসদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনের মঞ্চে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল বিখ্যাত সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়...
Exit mobile version