Thursday, August 28, 2025

আর কোনও জায়গায় প্রার্থী ঘোষণা না হলেও, নন্দীগ্রামে যে তিনি দাঁড়াবেন সে কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তারপর থেকেই নন্দীগ্রামের রাজনীতিতে হাওয়া বদল। হিড়িক লেগে গিয়েছে শাসকদলে যোগদানের। বাম- কংগ্রেস (Left-Congress, ) থেকে একাধিক নেতা-কর্মীর যাচ্ছেন তৃণমূলে। শুক্রবার, তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল (Tmc)কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)।

নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পূর্ব মেদিনীপুরের তমলুকে (Tamluk) শহর তৃণমূলের উদ্যোগে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সভা মঞ্চে হলদিয়া (Haldia) ও নন্দীগ্রাম (Nandigram) থেকে বাম-কংগ্রেসের অনেক নেতা-কর্মী শাসকদলে যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি (Firoza Bibi), জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি (Suprakas Giri), সদ্য দলে যোগ দেওয়া অভিনেত্রী প্রিয়া সেনগুপ্ত (Priya Sengupta)-সহ জেলা তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন-জোট চুলোয় যাক, নিজ গড়ে আব্বাসকে একটি আসনও ছাড়তে নারাজ কংগ্রেস

একুশের নির্বাচনে তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে রূপরেখা তৈরি করছে শাসকদল। এই উদ্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী সম্মেলন শুরু হয়েছে। তবে, তমলুকে শহর তৃণমূলের কর্মী সম্মেলনে ভিড় ছিল চোখে পড়ার মতো।

উল্টোদিকে, তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার পাশকুঁড়ায় বিজেপির (Bjp) জনসভায় চেয়ার ফাঁকা। জনসভা ফ্লপ শুনে মাঝপথ থেকে ফিরে গিয়েছেন ভারতী ঘোষ (Bharati Ghosh) ও অর্জুন সিং (Arjun Singh)। এই অবস্থায় নন্দীগ্রাম-সহ মেদিনীপুরে ভালো ফলের আশা শাসকদলের।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version