Monday, November 17, 2025

কুণাল গ্রামে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে দুর্গার মুশকিল আসান, দেখুন কী ঘটল?

Date:

শুক্রবার পুরুলিয়ার ( purulia) রঘুনাথপুরে তৃণমূলের ( tmc) কর্মসূচিতে যাওয়ার পথে আচমকাই প্রত্যন্ত গ্রাম নপাড়ায় ঢুকে পড়েছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ( kunal ghosh)। মন্দিরের সামনে পল্লীর নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে ঘরোয়া কথা বলেন তিনি। প্রশ্ন করেন রাজ্য সরকারের বিভিন্ন স্কিম নিয়ে। খোঁজ নেন এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক পরিষেবা নিয়ে। সকলেই ইতিবাচক বক্তব্য জানান।

তবে তার মধ্যে কুণাল যখন জিজ্ঞেস করেন বকেয়া কী কী আছে, তখন দুর্গা ঘটককে নিয়ে আসেন তরুণতরুণীরা। দুর্গা এবং আরেকজনের আবেদনে কাজ না হওয়ার কথা বলেন। কুণাল বলেন তাঁদের নাম লিখে দিতে।

আরও পড়ুন-২৪শেই ঘোষণা ভোটের নির্ঘন্ট? কমিশন সূত্রে তেমনই ইঙ্গিত

এরপর কুণাল প্রকাশ্য সভায় বলেন,” গ্রামে গেছিলাম। মানুষ কাজে খুশি। তবে দুএকটি আবেদনে কাজ বাকি। নেতৃত্বকে বলব ৭২ ঘন্টার মধ্যে তাঁদের কাছে যান। পাশে থেকে কাজ করান। তাহলে মানুষ আরও খুশি হবেন। ঐ গ্রামে এটুকুই বা বাকি থাকবে কেন?”

এরপর শনিবার তৃণমূল নেতা ও প্রাক্তন কর্মাধ্যক্ষ হাজারি বাউড়ি নপাড়া গ্রামে যান। দুর্গা ঘটকের সঙ্গে কথা বলেন। বিষয়টি জানেন। সেখান থেকেই ফোনে হাজারিবাবু কুণাল ঘোষকে জানান আগামী সপ্তাহেই দুর্গার বকেয়া সরকারি সাহায্যের কাজ হয়ে যাবে। ফোনে দুর্গা কথা বলেন। কুণালকে আশীর্বাদ করেন।

কুণাল বলেছেন,” মমতাদি, অভিষেক এভাবেই কাজ করতে চান। প্রচুর কাজ হয়েছে। মানুষ খুশি। বাকি যেন কিছু না থাকে সেটা দলের কর্মীরা দেখুন। পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যান। কারুর কোনো সমস্যা থাকলে সরকারের সঙ্গে সেতুবন্ধন করে দিন।”

এই প্রতিবেদনের সঙ্গে দুটি ছবি দেওয়া হল। একটি: শুক্রবার কুণাল নপাড়া গ্রামে। অন্যদিকে: শনিবার দুর্গা ঘটকের বাড়ি তৃণমূলের হাজারি বাউড়ি।

Related articles

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার...

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...
Exit mobile version