Saturday, November 15, 2025

‘বিজেপিকে একটিও ভোট নয়’ ফের পোস্টার ঘিরে চাঞ্চল্য হুগলিতে

Date:

‘বিজেপিকে একটিও ভোট নয়। ফ্যাসিস্ট আরএসএস, বিজেপি-র বিরুদ্ধে বাংলা’ হুগলিতে এই পোস্টারে ছয়লাপ। আর কিছুদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে সেখানে, তার আগেই এমন পোস্টার পড়ায় শুরু হয়েছে চাপানউতর।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “বিজেপি এবং তার সহযোগীরা ফ্যাসিস্ট। তাই তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছে। বামপন্থীরাও পথে নেমে প্রতিবাদ করছে। যাঁরা গণতন্ত্র মানেন, তাঁরা বিজেপি-র বিরুদ্ধে সরব হবেন, এটাই স্বাভাবিক।” বিজেপি-কে ভোট না দেওয়া প্রসঙ্গে যে পোস্টার পড়েছে, তা নিয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেছেন, “রাজ্যের মানুষ কাকে ভোট দেবে, সেটা তাঁরা ঠিক করে নিয়েছেন। নির্বাচনেই সব পরিষ্কার হয়ে যাবে।”

আরও পড়ুন : বিদায়ের পথে কোভিড? শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় একজনেরও প্রাণ কাড়েনি করোনা

অন্যদিকে, ‘হুঁশিয়ারি’ পোস্টারের পাল্টা পোস্টার পড়ল উত্তরপাড়ায়। সরস্বতী পুজোর আগেই উত্তরপাড়া-সহ শ্রীরামপুরের একাধিক জায়গায় ওই পোস্টারে লেখা হয় পুজোর দিন যুগলদের এক সঙ্গে ঘুরতে দেখলেই ‘কড়া ব্যবস্থা’ নেওয়া হবে। এই ঘটনায় অভিযোগ উঠেছিল বজরং দলের বিরুদ্ধে। কিন্তু পরবর্তীতে এই পোস্টার দেওয়ার অভিযোগ তারা অস্বীকার করেছে। এ বার সেই ‘হুঁশিয়ারি’ পোস্টারের পাল্টা পোস্টার পড়ল।

উত্তরপাড়ার সেই পোস্টারে লেখে হয়েছে,’ভালবাসার অধিকারের উপর খবরদারি করা গেরুয়া হনুমানের দল হুঁশিয়ার।’ পোস্টারের মধ্যেই নীচে লেখা ‘ভগৎসিং যুব ব্রিগেড’। এখন এই পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পোস্টার পড়ার ঘটনায় বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেন, “যাঁদের পায়ের তলায় মাটি চলে গিয়েছে, তাঁরা ভগৎ সিংয়ের নাম করে হুঙ্কার দিচ্ছে। তার মধ্যে তৃণমূলই প্রধান।”

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version