Wednesday, August 27, 2025

‘বিজেপিকে একটিও ভোট নয়’ ফের পোস্টার ঘিরে চাঞ্চল্য হুগলিতে

Date:

‘বিজেপিকে একটিও ভোট নয়। ফ্যাসিস্ট আরএসএস, বিজেপি-র বিরুদ্ধে বাংলা’ হুগলিতে এই পোস্টারে ছয়লাপ। আর কিছুদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা রয়েছে সেখানে, তার আগেই এমন পোস্টার পড়ায় শুরু হয়েছে চাপানউতর।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “বিজেপি এবং তার সহযোগীরা ফ্যাসিস্ট। তাই তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছে। বামপন্থীরাও পথে নেমে প্রতিবাদ করছে। যাঁরা গণতন্ত্র মানেন, তাঁরা বিজেপি-র বিরুদ্ধে সরব হবেন, এটাই স্বাভাবিক।” বিজেপি-কে ভোট না দেওয়া প্রসঙ্গে যে পোস্টার পড়েছে, তা নিয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেছেন, “রাজ্যের মানুষ কাকে ভোট দেবে, সেটা তাঁরা ঠিক করে নিয়েছেন। নির্বাচনেই সব পরিষ্কার হয়ে যাবে।”

আরও পড়ুন : বিদায়ের পথে কোভিড? শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় একজনেরও প্রাণ কাড়েনি করোনা

অন্যদিকে, ‘হুঁশিয়ারি’ পোস্টারের পাল্টা পোস্টার পড়ল উত্তরপাড়ায়। সরস্বতী পুজোর আগেই উত্তরপাড়া-সহ শ্রীরামপুরের একাধিক জায়গায় ওই পোস্টারে লেখা হয় পুজোর দিন যুগলদের এক সঙ্গে ঘুরতে দেখলেই ‘কড়া ব্যবস্থা’ নেওয়া হবে। এই ঘটনায় অভিযোগ উঠেছিল বজরং দলের বিরুদ্ধে। কিন্তু পরবর্তীতে এই পোস্টার দেওয়ার অভিযোগ তারা অস্বীকার করেছে। এ বার সেই ‘হুঁশিয়ারি’ পোস্টারের পাল্টা পোস্টার পড়ল।

উত্তরপাড়ার সেই পোস্টারে লেখে হয়েছে,’ভালবাসার অধিকারের উপর খবরদারি করা গেরুয়া হনুমানের দল হুঁশিয়ার।’ পোস্টারের মধ্যেই নীচে লেখা ‘ভগৎসিং যুব ব্রিগেড’। এখন এই পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পোস্টার পড়ার ঘটনায় বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেন, “যাঁদের পায়ের তলায় মাটি চলে গিয়েছে, তাঁরা ভগৎ সিংয়ের নাম করে হুঙ্কার দিচ্ছে। তার মধ্যে তৃণমূলই প্রধান।”

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version