Friday, November 7, 2025

আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বেসরকারি ক্ষেত্রে ভরসা মোদির

Date:

Share post:

আধুনিক ভারত গড়তে আত্মনির্ভর ভারতের(Atmanirbharta) ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেই লক্ষ্য পূরণে শনিবার নীতি আয়োগের(niti aayog) বৈঠকে বেসরকারি ক্ষেত্রগুলোকে আরও মজবুত করার বার্তা দিলেন তিনি। জানালেন, ‘দেশকে সার্বিক ভাবে স্বাবলম্বী করতে বেসরকারি ক্ষেত্রেগুলিকে(private organisation) আরও মজবুত করতে হবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে পাশে থাকতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলির।’

শনিবার নীতি আয়োগের বৈঠকে কেন্দ্রর সঙ্গে রাজ্যগুলিকে সমন্বয় বার্তা দিয়ে মোদি বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যগুলির সঙ্গে যৌথভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে কেন্দ্র। করোনা পরিস্থিতেও এই সমন্বয় সাফল্য এনে দিয়েছে ভারতকে।’ এই ধারা অব্যাহত রেখে মোদির পরামর্শ, ‘আত্মনির্ভর ভারত প্রকল্পে অংশ নেওয়ার জন্য সরকারের উচিৎ বিভিন্ন বেসরকারি সংস্থাগুলিকে সুযোগ দেওয়া।’ পাশাপাশি, কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে রাজ্য যাতে বাজেট তৈরি করে সে দাবিও করেন তিনি। বলেন, ‘কেন্দ্রের বাজেটের সঙ্গে সামঞ্জস্য রাখা হোক রাজ্যের বাজেটে।’

আরও পড়ুন:ফের আতঙ্ক ! ৫ রাজ্যে ফিরে এসেছে সংক্রমণ, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের

প্রসঙ্গত, কেন্দ্রে মোদি সরকারের ক্ষমতায়নের পর বিভিন্ন সরকারি সম্পত্তি বেসরকারিকরণ নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের। এহেন অবস্থায় ব্যাংকের বেসরকারীকরণের জন্য অতীতের আইন সংশোধন করতে পারে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধিরা। এমন অবস্থায় ফিরে একবার বেসরকারিকরণের ওপর আস্থা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। উল্লেখ্য, এ দিন নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে অনুপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্জাবে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

Advt

spot_img

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...