অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন জকোভিচ, কেরিয়ারে নয় বার এই খেতাব জয় জোকারের

0
1

অস্ট্রেলিয়ান ওপেন( Australian open) চ‍্যাম্পিয়ন নোভাক জকোভিচ( novak djokovic)। রবিবার পুরুষদের ফাইনালে তিনি হারালেন ডানিল মেদভেদেভকে। ম‍্যাচের ফলাফল ৭-৫, ৬-২, ৬-২। এই জয়ের ফলে কেরিয়ারে নয় বার অস্ট্রেলীয় ওপেন চ‍্যাম্পিয়ন হলেন জোকার। ১৮’তম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন তিনি।

এদিন ম‍্যাচে শুরু থেকেই দাপট বজায় রেখেছিলেন জকোভিচ। মেদভেদেভকে সোজা সেটে হারিয়ে দেন তিনি।

এই জয়ের পর জকোভিচ বলেন,” আমার কেরিয়ারে যত বিপক্ষের বিরুদ্ধে খেলেছি তাঁদের মধ্যে মেদভেদেভ অন্যতম কঠিন প্রতিপক্ষ। ওঁর যা ক্ষমতা তাতে ও খুব দ্রুত গ্র্যান্ডস্ল্যাম জিতবে। তবে আরও কিছুটা বছর অপেক্ষা করতে হবে। কারণ আমি যে এখনও অবসর নেইনি।” এরপাশাপাশি তিনি আরও বলেন “রড লেভার এরিনা তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। তাই তোমাকে খুব ভালবাসি। আশাকরি আমাদের প্রেমের বন্ধন আরও দৃঢ় হবে।”

আরও পড়ুন:মোতেরাতে শততম টেস্ট খেলতে নামছেন ইশান্ত