স্মরণে শ্রদ্ধায় তিলোত্তমায় আন্তর্জাতিক  ভাষা দিবস পালন

কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধাভরে স্মরণ করা হল ১৯৫২ সালে বাংলাদেশে মাতৃভাষা আন্দোলনের বীর শহীদদের।
কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়াম চত্বরে নির্মিত ভাষা শহীদ উদ্যানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন কলকাতার মেয়র তথা বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমসহ ,দেবাশীষ কুমার,
শান্তনু সেন,বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমুখ ।

শ্রদ্ধা জানান হয় কার্জন পার্কে অবস্থিত ভাষা উদ্যানের শহীদ স্মারকে।কলকাতার বেলেঘাটা মোড়, মধ্যমগ্রাম চৌমাথায় ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ধাঁচে গড়া শহীদ মিনারেও এদিন শ্রদ্ধা জানান ভাষা প্রেমিকেরা। এ ছাড়া কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর এবং গ্রামের স্কুল কলেজেও দিনটি পালিত হয় যথাযোগ্য মর্যাদায়।

Previous article‘বিরোধীশূন্য’ মন্তব্য নিয়ে বিজেপির তোপ, পালটা তৃণমূলের কংগ্রেসমুক্ত ভারত প্রসঙ্গ
Next article‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’, ‘ছেলে’ মুখ্যমন্ত্রী চেয়ে বিতর্কিত টুইট অনুপম হাজরার