সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে সব পক্ষই কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। তৃণমূল শিবির যখন তাদের নতুন স্লোগান আনুষ্ঠানিক ভাবে সামনে নিয়ে আসছে তখন গেরুয়া শিবিরের কেচ্ছা সামনে আসছে। শুক্রবার কলকাতার নিউ আলিপুর থেকে কয়েক লক্ষ টাকার কোকেন-সহ পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে বিজেপির যুবমোর্চার পর্যবেক্ষক ও হুগলি জেলার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামী। সেই পামেলা গোস্বামী আবার নিজের দলের অন্যতম শীর্ষ নেতা রাজ্য বিজেপির পর্যবেক্ষক, কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র দিকে আঙুল তুলেছেন এবং বলেছেন, কৈলাস ঘনিষ্ঠ রাকেশ সিং তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন। যদিও এর কোনও প্রতিক্রিয়া মেলেনি কৈলাসের কাছ থেকে।

আরও পড়ুন-মমতাকে নিশানা করতে এবার বিজেপির কৌশল সেই ‘টুলকিট’
কৈলাস টুইট করে বলেছেন, ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি হবেন তৃণমূলের উপ মুখ্যমন্ত্রী। সিপিএম–কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হচ্ছেন আব্দুল মান্নান। আর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কৈলাসের কথায়, ‘বাংলা কোন দিকে ঠিক যাচ্ছে, তা বাংলার মানুষকেই ভেবে দেখতে হবে।’

पश्चिम बंगाल का समीकरण !!!
पीरजादा अब्बास सिद्दीकी टीएमसी का उपमुख्यमंत्री
कांग्रेस और सीपीएम गठबंधन का मुख्यमंत्री अब्दुल मनाद
कोलकाता का मेयर फिरहाद हकीम
किधर जा रहा है बंगाल!
बंगाल के लोगों को सोचना होगा।— Kailash Vijayvargiya (@KailashOnline) February 20, 2021
শুধু এইটুকু লিখেই থেমে যাননি বিজেপি নেতা। এরপর তিনি আরও একটি টুইট করে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ডাক দিয়েছেন। কিন্তু, তিনি বলেননি যে তিনি কেবল এখান থেকে ভোটে দাঁড়াবেন! যদি তারা তাদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হয় তবে এই ঘোষণাটিও করুন!
… নাহলে বোঝা যাবে আপনি নন্দীগ্রামকে বিশ্বাস করেন না!”

ममता बैनर्जी ने नंदीग्राम से विधानसभा चुनाव लडने की घोषणा की है। पर, उन्होंने ये नहीं कहा कि वे सिर्फ यहीं से मैदान में उतरेगी! यदि उनको अपनी जीत का भरोसा है, तो ये घोषणा भी करें!
… वरना ये समझा जाएगा कि आपको नंदीग्राम पर भरोसा नहीं!— Kailash Vijayvargiya (@KailashOnline) February 20, 2021